muktijoddhar kantho logo l o a d i n g

করোনা

দেশে আক্রান্ত ৩৮ হাজার ছাড়িয়ে, মৃত্যু বেড়ে ৫৪৪

প্রতিদিনই ভারী হচ্ছে দেশে করোনাভাইরাসে আক্রান্তের তালিকা। সবশেষ চব্বিশ ঘণ্টায় ১ হাজার ৫৪১ জনের শরীরে কভিড-১৯ এর সংক্রমণ ধরা পড়ায় মোট আক্রান্ত ৩৮ হাজার ছাড়িয়ে গেছে। বেড়েছে মৃত্যুর সংখ্যাও।

বাংলাদেশে গত ৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগীর খোঁজ মেলার পর বুধবার সকাল আটটা পর্যন্ত মোট আক্রান্ত দাঁড়িয়েছে ৩৮ হাজার ২৯২ জন।

এর মধ্যে চব্বিশ ঘণ্টায় ২২ জনসহ মৃত্যু হয়েছে ৫৪৪ জনের। নতুন ৩৪৬ জনসহ মোট সুস্থ মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৯২৫ জন।

দেশে শনাক্তের বিবেচনায় মৃত্যুর ১.৪২ শতাংশ; সুস্থতার হার ২০.৭০ শতাংশ।

আক্রান্ত-মৃত্যুর অধিকাংশই ঢাকা ও চট্টগ্রাম বিভাগের। সবশেষ চব্বিশ ঘণ্টার তথ্যেও তাই দেখা গেছে।

সবশেষ মৃত্যুবরণ করা ২২ জনে পুরুষ ২০ জন, নারী দুজন। তাদের মধ্যে ঢাকা বিভাগের ১০ জন (ঢাকা শহরের পাঁচজন), চট্টগ্রাম বিভাগের ১০ জন এবং সিলেট বিভাগের দুজন। হাসপাতালে মৃত্যু হয়েছে ২১ জনের; একজনের মৃত্যু হয়েছে বাসায়।

Tags: