muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জের খবর

কিশোরগঞ্জে করোনার বিস্তাররোধে ক্যাম্পেইন

প্রতিনিয়ত বেড়েই চলছে করোনার তান্ডব।দীর্ঘ হচ্ছে করোনায় আক্রান্ত রোগীর তালিকা। কিশোরগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার সকালে সার্কিট হাউস প্রাঙ্গনে করোনা ভাইরাস (কোভিড- ১৯) ক্রমবর্ধমান সংক্রমণ প্রতিরোধে মাস্ক ব্যবহার, সামাজিক দূরত্ব বজায় রাখ, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার, সাবান দিয়ে হাত ধোয়া সংক্রান্ত সচেতনতামূলক ক্যাম্পেইন ও বিনামূল্যে সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

এতে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ সারওয়ার মুর্শেদ চৌধুরী, পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ, সিভিল সার্জন ডাঃ মোঃ মুজিবুর রহমান, পৌর মেয়র মোঃ পারভেজ মিয়া, নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম মোস্তফা, নেজারত ডেপুটি কালেক্টরেট মীর মোঃ আল কামাহ তমাল, সেনাবাহিনীর ক্যাপ্টেন ইসরাত জেরিন ইথার, কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি মোঃ মুজিবুর রহমান বেলাল, জেলা রোভার স্কাউটস এর সম্পাদক মোঃ কামরুল আহসান, জেলা স্কাউটস এর সম্পাদক আব্দুল আউয়াল, সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলু প্রমুখ।

ক্যাম্পেইন শেষে ৫০ জনের মাঝে স্বাস্থ্যসুরক্ষাসামগ্রী (মাস্ক, গ্লাভস, সাবান, হ্যান্ড স্যানিটাইজার) ও ১০০ জনের মাঝে মাস্ক বিতরণ করা হয়।

Tags: