muktijoddhar kantho logo l o a d i n g

খেলার খবর

আর্জেন্টিনার ১ হাজার টাকার নোটে ম্যারাডোনা!

আর্জেন্টিনাকে বিশ্বকাপ এনে দেয়া কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনার সম্মানে বেশ কিছু উদ্যোগ নিচ্ছে দেশটির সরকার।

এবার ম্যারাডোনাকে আর্জেন্টিনার ইতিহাসে চিরস্মরণীয় করে রাখতে আরও একটি অভিনব উদ্যোগ নেয়া হয়েছে।

ম্যারাডোনার ছবিসহ ব্যাংক নোট বাজারে আনা চিন্তাভাবনা করছে দেশটির সরকার।

গত ৭ ডিসেম্বর নর্মা ডুরাঙ্গো নামে আর্জেন্টিনার এক সিনেটর পরামর্শ দিয়েছেন, সরকার চাইলে আর্জেন্টিনার সর্বোচ্চ নোট ১০০০ পেসোতে ম্যারাডোনার ছবি ছাপাতে পারে।

ইতিমধ্যে প্রস্তাবটিতে অন্যান্য সিনেট সদস্যসহ আর্জেন্টাইনরা সমর্থন জানিয়েছেন।

শিগগিরই প্রস্তাবটি কার্যকরে পদক্ষেপ নিতে সরকারকে অনুরোধ জানিয়েছেন ম্যারাডোনাভক্তরা।

এ বিষয়ে প্রস্তাবনা উত্থাপনকারী সিনেটর ডুরাঙ্গো বলেছেন, ‘দিয়েগো ম্যারাডোনা আমাদের জাতীয় সম্পদ। এক হাজার পেসোর নোটে  তার ছবি ব্যবহার নিয়ে আইনগত দিকগুলো আপাতত দেখা হচ্ছে। আশা করি, সামনের বছরের শুরুতে এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।’

উল্লেখ্য, বর্তমানে আর্জেন্টিনার মুদ্রা ১ হাজার নোটে দেশটির জাতীয় পাখি রুফস হর্নেরোর ছবি ছাপা হয়।

ডুরাঙ্গোর প্রস্তাব কার্যকর হলে পাখির ছবি বাদ দিয়ে সেখানে নোটের এক পিঠে ম্যারাডোনার ছবি থাকবে। উল্টোপিঠে ১৯৮৬ বিশ্বকাপে ছয়জনকে কাটিয়ে দিয়েগোর গোলের ছবিটি থাকবে।

প্রসঙ্গত, গত ২৫ নভেম্বর নিজ বাসভবনে কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমান ম্যারাডোনা।

তথ্যসূত্র: বিবিসি

Tags: