muktijoddhar kantho logo l o a d i n g

খেলার খবর

এপ্রিলে শ্রীলঙ্কা সফরের ‘টার্গেট’

দুই দফায় স্থগিত হওয়া শ্রীলঙ্কা সফর নিয়ে ফের কাজ শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দুই দেশের বোর্ডই প্রাথমিকভাবে এপ্রিলে সিরিজটি আয়োজনের ‘টার্গেট’ রাখছে।

সোমবার সংবাদমাধ্যমকে এ তথ্য দিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন। বলেন, ‘শ্রীলঙ্কা সফরের ব্যাপারে শ্রীলঙ্কা বোর্ডের সঙ্গে আমাদের কথা হচ্ছে। মূলত প্রস্তাবটি ওদের থেকে এসেছে।’

আরো বিস্তারিত বললেন, ‘আগেরবার আমাদের আলোচনা হচ্ছিল, কিন্তু সিরিজটা হয়নি। এরপর আমরা ঐকমত্যে পৌঁছেছি যে, টেস্ট চ্যাম্পিয়নশিপের যে কমিটমেন্ট রয়েছে, সে অনুযায়ী আমরা শ্রীলঙ্কার সঙ্গে টেস্ট ম্যাচ খেলব এবং তার সঙ্গে যদি অন্য কিছু যুক্ত হয়, আমাদের সূচিতে ওই জায়গাটা যদি পাওয়া যায়, সেভাবেই আমরা কাজ করে নেব।’

জানুয়ারি-ফেব্রুয়ারিতে দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ ওয়ানডে, ২ টেস্ট এবং মার্চে নিউজিল্যান্ড সফরে ৩ ওয়ানডের সঙ্গে ৩ টি-টোয়েন্টির সূচি চূড়ান্ত টাইগারদের। আপাতত এপ্রিল-মে মাসে বাংলাদেশ দলের স্লট ফাঁকা রয়েছে।

বিসিবির প্রধান নির্বাহী সুজন বললেন, ‘এই মুহূর্তে এপ্রিলকে টার্গেট করা হচ্ছে। ওই সময় একটা স্লট আছে আমাদের এবং শ্রীলঙ্কার জন্য, সেভাবেই আমরা কাজ করছি।’

আইসিসির ভবিষ্যৎ সফরসূচি অনুযায়ী শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজটি হওয়ার কথা ছিল গত জুলাইয়ে। কিন্তু করোনা পরিস্থিতিতে তা পিছিয়ে যায়। পরে লঙ্কান বোর্ডের আগ্রহে তা সেপ্টেম্বরে হওয়ার সিদ্ধান্ত হয়।

কিন্তু লঙ্কান সরকারের কোয়ারেন্টাইন শর্ত নিয়ে বিপত্তি বাঁধে। কঠিন শর্ত মেনে তখন সফরে রাজি হয়নি বাংলাদেশ। দুই দেশের সমঝোতায় দ্বিতীয়বারের মতো স্থগিত হয় সিরিজ।

Tags: