muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

বক্তব্যের সময় গল্প, মঞ্চ থেকে নেমে গেলেন এলজিআরডিমন্ত্রী

একটি উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেয়ার সময় মঞ্চে উপস্থিত থাকা অন্য অতিথিরা নিজেদের মধ্যে কথা বলায় ক্ষুব্ধ হয়ে মঞ্চ ছেড়ে নেমে যান স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী (এলজিআরডি) তাজুল ইসলাম।

এ সময় মন্ত্রীকে নেমে না যেতে অনুরোধ করা হলেও বক্তব্য শেষ না করেই মঞ্চ চলে যান তিনি।

শুক্রবার দুপুরে নীলফামারীর সৈয়দপুর পৌরসভার কমিউনিটি সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানের সময় এ ঘটনা ঘটে।

জানা গেছে, কমিউনিটি সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন এলজিআরডিমন্ত্রী তাজুল ইসলাম। এ সময় মঞ্চে উপস্থিত থাকা অন্য অতিথিরা নিজেদের মধ্যে কথা বলছিলেন। এতে বিরক্ত হয়ে বক্তব্য শেষ না করেই মঞ্চ ছেড়ে নেমে যান মন্ত্রী।

কমিউনিটি সেন্টার মিলনায়তনে আয়োজিত ওই অনুষ্ঠানে মন্ত্রীর বক্তব্যের সময় মঞ্চে স্থানীয় সরকার বিভাগের জ্যেষ্ঠ সচিব হেলাল উদ্দিন আহমেদ, নীলফামারী-৪ আসনের সাংসদ আহসান আদেলুর রহমান, জেলা প্রশাসক হাফিজুর রহমান, পুলিশ সুপার মোখলেছুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখছেদুল মোমিন, পৌর মেয়র রাফিকা আকতার জাহানসহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

মঞ্চ ছেড়ে নেমে যাওয়ার সময় মন্ত্রীকে নেমে না যেতে অনুরোধ করেন পৌর মেয়র। তবে অনুরোধ না রেখেই মন্ত্রী চলে যান।

উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি মোখছেদুল মোমিন বলেন, মঞ্চে বিশৃঙ্খলা দেখে হয়তো মন্ত্রী ক্ষুব্ধ হয়ে থাকতে পারেন।

Tags: