muktijoddhar kantho logo l o a d i n g

করোনা

করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ২৩৭

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। এ নিয়ে দেশে করোনা আক্রান্ত হয়ে ২৭ হাজার ৯০৭ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ২৩৭ জনের মধ্যে করোনার সংক্রমণ ধরা পড়েছে।

বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের বাকি সাত বিভাগ থেকে আর কোনো করোনা রোগীর মৃত্যুর খবর আসেনি।

সারা দেশে মোট ১৯ হাজার ৫৪৪টি নমুনা পরীক্ষা করে গত এক দিনে দেশে আরও ২৩৭ জনের মধ্যে করোনার সংক্রমণ ধরা পড়েছে। শনাক্তের হার ১ দশমিক ২১ শতাংশ, যা আগের দিন ছিল ১ দশমিক ৩১ শতাংশ ছিল।

এ পর্যন্ত আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭১ হাজার ৯০৬ জনে।

গত এক দিনে শনাক্ত নতুন রোগীদের ১৮৮ জনই ঢাকা বিভাগের, যা দিনের মোট শনাক্তের তিন চতুর্থাংশ।

সরকারি হিসাবে গত একদিনে সুস্থ হয়ে উঠেছেন আরও ২৩১ জন। তাদের নিয়ে এ পর্যন্ত ১৫ লাখ ৩৫ হাজার ৮৯২ জন সুস্থ হয়ে উঠলেন।

গত ১০ আগস্ট করোনা আক্রান্ত হয়ে একদিনে সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু হয়েছিল। এর আগে, গত ৫ আগস্টও রেকর্ড ২৬৪ জনের মৃত্যু হয়েছিল।

গত ২৮ জুলাই এক দিনে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের করোনা শনাক্ত হয়েছিল।

এর আগে গত ৬ নভেম্বর দেশে ১ জনের মৃত্যু হয়েছিল। তার আগে এক দিনে একজনের মৃত্যুর খবর এসেছিল গত বছরের ৫ মে।

Tags: