muktijoddhar kantho logo l o a d i n g

আন্তর্জাতিক

ইরাকের উত্তরাঞ্চলে আইএসের হামলা, নিহত ১৩

ইরাকের উত্তরাঞ্চলে একটি গ্রামে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সদস্যদের হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছে। দেশটির স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের কর্মকর্তারা জানিয়েছেন।

আজ শুক্রবার মাখমুর এলাকায় এ হামলার ঘটনা ঘটে। নিহতদের মধ্যে তিনজন গ্রামটির বাসিন্দা, ১০ জন কুর্দি সেনা।

মাখমুরে আইএস যোদ্ধারা ব্যাপক সক্রিয়, প্রায়ই তাদেরকে কুর্দি বাহিনী, ইরাকি সেনা ও বেসামরিক নাগরিকদের ওপর হামলা করতে দেখা যায় বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

কুর্দিস্তানের সশস্ত্র বাহিনী পেশমেরগা এক বিবৃতিতে জানিয়েছে, আইএস জঙ্গিরা গ্রামটিতে হামলা চালিয়ে সেখানকার তিন বাসিন্দাকে হত্যা করার পর পেশমেরগা যোদ্ধারা সেখানে গেলে সংঘর্ষ বেধে যায়, এতে কুর্দি বাহিনীর ১০ সেনা নিহত হয়।

এ বিষয়ে আর বিস্তারিত কিছু জানায়নি তারা। হামলার দায় স্বীকার করে আইএসও এখন পর্যন্ত কোনো বিবৃতি দেয়নি।

২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত ইরাকের যে এক তৃতীয়াংশ আইএসের দখলে ছিল, তার মধ্যে মসুলের মতো বড় শহর যেমন ছিল, তেমনি ছিল মাখমুরের মতো প্রত্যন্ত অঞ্চলও। বিশ্ব ও আঞ্চলিক শক্তিগুলের অভিযানের মুখে ২০১৭ সালে সুন্নি মুসলিম উগ্রবাদী এই সংগঠনটি ওইসব এলাকা থেকে পাততাড়ি গোটালেও উত্তর ইরাক ও উত্তরপূর্ব সিরিয়ায় এর অনেক সদস্য এখনও সক্রিয়। ইরাক ও সিরিয়ায় এখনও অন্তত ১০ হাজার আইএস যোদ্ধা আছে বলে অনুমান পশ্চিমা সামরিক কর্মকর্তাদের।

Tags: