নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই ভাইকে ছুরিকাঘাতে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। নিহতরা হলেন- মো. আসলাম (৪৮) ও মো. রনি (৩৫)।
রোববার উপজেলার কাচপুরের খাসপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় রফিকুল ইসলাম (৪০) নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুপুর আড়াইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
Tags: