muktijoddhar kantho logo l o a d i n g

আন্তর্জাতিক

ইমরান খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা স্থগিত

ইমরান খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা স্থগিত

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা দুই সপ্তাহের জন্য স্থগিত করেছে বেলুচিস্তান হাইকোর্ট। শুক্রবার মামলার শুনানি শেষে এ স্থগিতাদেশ দেন বিচারপতি জহির উদ্দিন কাকা।

জানা যায়, সাংবিধানিক প্রতিষ্ঠান এবং সাংবিধানিক পদে থাকা ব্যক্তিদের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্য দেয়ার অভিযোগে কোয়েটা নগর এবং দায়রা আদালতের বিচারক বৃহস্পতিবার ইমরানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন।

এ মামলা খারিজের জন্য পিটিআই প্রধানের পক্ষে আবেদন করেন ইনসাফ লয়ার্স ফোরামের (আইএসএফ) ইকবাল শাহ। এরপর শুক্রবার ওই মামলার শুনানি শেষে বিচারপতি জহির উদ্দিন কাকার গ্রেপ্তারি পরোয়ানা স্থগিত করেন।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী পদে থাকাকালে বিদেশি রাষ্ট্রনেতাদের কাছ থেকে পাওয়া উপহার বেআইনি ভাবে বিক্রি করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। গত অক্টোবরে পাক পার্লামেন্টের নিম্নকক্ষ ‘ন্যাশনাল অ্যাসেম্বলি’ থেকে ইমরানকে বরখাস্ত করে দেশেটির নির্বাচন কমিশন। সূত্র : ডন ও এনডিটিভি

Tags: