রাশিয়ার সঙ্গে ইরানের সম্পর্ক আরও জোরদার হচ্ছে। দেশটি ইউক্রেনে যুদ্ধের জন্য রাশিয়াকে ড্রোন ছাড়াও অন্যান্য অস্ত্র দিয়ে সাহায্য করে আসছে বলে পশ্চিমাদের অভিযোগ। তবে এবার রাশিয়া থেকে ইরান অস্ত্র কিনছে বলে খবর বেরিয়েছে।
গতকাল শনিবার ইরানের রাষ্ট্রীয় মিডিয়ার খবরে বলা হয়েছে, রাশিয়া থেকে উন্নত এসইউ-৩৫ যুদ্ধবিমান কেনার চুক্তিতে পৌঁছেছে ইরান। নিউইয়র্কে জাতিসংঘের ইরানি মিশনের বরাত দিয়ে আইআরআইবি জানায়, এসইউ-৩৫ যুদ্ধবিমান প্রযুক্তিগতভাবে ইরানে গ্রহণযোগ্য এবং ইরান এই যুদ্ধবিমান কেনার চুক্তি চূড়ান্ত করেছে।
তবে এই চুক্তি নিয়ে রাশিয়ার পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি। আইআরআইবি বলছে, বিভিন্ন দেশ থেকে ইরান সামরিক যুদ্ধবিমান কেনার বিষয়ে কথা বলছে। তবে তারা দেশের নাম প্রকাশ করেনি।
গত বছরের জুলাইতে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলী খামেনির সঙ্গে দেখা করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি ইরানের সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার ব্যাপারে জোর দেন।