muktijoddhar kantho logo l o a d i n g

সাহিত্য ও সংস্কৃতি

নিম্নচাপ ।। এস. এম বিল্লাল

নিম্নচাপ

এস. এম বিল্লাল

তুমি মাঝে মাঝেই আস
নিম্নচাপের মত 
থাকো দুই তিন দিন
আবহাওয়াবিদরা ব্যস্ত
হয়ে পরে সংকেত নিয়ে
বৃষ্টি হয়ে নেমে আস
জনজীবন হয় বিপর্যস্ত।

তারপর চলে যাও
আর আমি ভিজে হই
জুবুথুবু , মরা হৃদয়ে জন্ম
নেয় ভালোবাসার দ্রুম।
ডাল পালা হয় বিস্তৃত
বক,শালিকরা আশায়
বুক বাধে আবাস গড়ার।

আবহাওয়াবিদরা সংকেত তুলে নেয়
তুমিও চলে যাও নিম্নচাপের মত
প্রচন্ড খরতাপে পুড়ে মনজমিন
আমি অপেক্ষায় থাকি তোমার
প্রত্যাবর্তনে আবার ভিজবো বলে।