muktijoddhar kantho logo l o a d i n g

বাজিতপুর

বাজিতপুরে বিড়ি শ্রমিকদের মানববন্ধন

বিড়ি শিল্প বন্ধের ষড়যন্ত্র ও বৈষম্যমূলক শুল্ক নীতি এবং বিড়ি শিল্পকে কুটির শিল্প ঘোষণার দাবিতে কিশোরগঞ্জের বাজিতপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ মে) কিশোরগঞ্জ-০৫ আসনের এমপি আফজাল হোসেন এর বাজিতপুর বাসার সামনে মানববন্ধন করেন হাজারো বিড়ি শ্রমিক।

এ সময় বক্তব্য রাখেন বাজিতপুর শ্রমিক ফেডারেশনের যুগ্ম সাধারন সম্পাদক সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক নারায়ন, প্রচার সম্পাদক সাফুদ্দীনসহ আরও অনেক।

সমাবেশে বক্তারা বলেন, বিড়ি শিল্পের সঙ্গে প্রায় ২০ লাখ নারী-পুরুষের কর্মসংস্থান জড়িত। এ শিল্প যদি বন্ধ করে দেওয়া হয় তবে অনেক পরিবার বেকার হয়ে যাবে। সিগারেটের মূল্য বৃদ্ধি করে বিড়ির দাম কমাতে হবে। ভারতের ন্যায় বাংলাদেশেও বিড়িকে কুটির শিল্প হিসেবে ঘোষণা দিতে হবে। বিড়ি শ্রমিকের ন্যায্য মজুরি প্রদান করতে হবে। বিড়ির উপর শুল্ক কর প্রত্যাহার করতে হবে। বিদেশি সিগারেটের ব্যবসা এদেশ থেকে বন্ধ করে দিতে হবে। অসহায় বিড়ির শ্রমিকের ভাতা প্রদানের ব্যবস্থা করতে হবে। বিড়ির শ্রমিকদের স্বার্থে বিড়ি শিল্পকে টিকিয়ে রাখতে হবে।

মানববন্ধন শেষে স্থানীয় সংসদ বরাবর একটি স্মারক লিপি প্রদান করেন।

Tags: