muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জের খবর

মিঠামইনে অলওয়েদার সড়কে মদসহ দুই যু্বক আটক

কিশোরগঞ্জের মিঠামইনে ৩০ লিটার দেশি মদসহ হামিদুল ও রুবেল নামের দুইজন যুবককে আটক করেছে পুলিশ। রোববার (২২ মে) সন্ধ্যায় অলওয়েদার সড়কের ঢাকী ব্রিজের নিকট থেকে এসব দেশি মদসহ তাদের আটক করা হয়।

আটক হওয়া দুইজন যুবকের মধ্যে হামিদুল উপজেলার ঘাগড়া গ্রামের মৃত আলী মাহমুদের ছেলে এবং রুবেল একই গ্রামের ইসহাক মিয়ার ছেলে।

জানা যায়, হামিদুল ও রুবেল চামড়া বন্দর থেকে ৩০ লিটার মদ নিয়ে ইঞ্জিনচালিত ট্রলারে করে ঢাকী ব্রিজের নিকট নেমে যায়। পুলিশ সোর্সের মাধ্যমে তাদের গতিবিধি লক্ষ্য করে। এ সময় তাদেরকে মদসহ আটক করে থানায় নিয়ে যায়।

আটকের ঘটনার সত্যতা স্বীকার করে মিঠামইন থানার ওসি মো. জাকির রব্বানী জানান, তাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে।