muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

ঢাকা-সিলেট রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

সাড়ে তিন ঘণ্টা পর ঢাকা-সিলেট-আখাউড়া রেলসড়কে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। শনিবার (১১ জুন) বিকেল ৪টা ৪০ মিনিট থেকে এ সড়ক দিয়ে ট্রেন চলাচল শুরু হয়।

এর আগে মৌলভীবাজারের কমলগঞ্জে পারাবত এক্সপ্রেস ট্রেনের তিনটি বগিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

শমশেরনগর স্টেশনমাস্টার মো. জামাল উদ্দিন বলেন, বিকেল ৪টা ৪০ মিনিটের পর থেকে এ সড়কে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। দুর্ঘটনায় ‘জয়ন্তিকা এক্সপ্রেস লংলা স্টেশনে ও পাহাড়িকা এক্সপ্রেস শ্রীমঙ্গলে আটকা পড়লেও সেগুলো নিজ নিজ গন্তব্যে চলে গেছে।

তিনি আরও জানান, এ ঘটনায় মৌলভীবাজার জেলা প্রশাসন সাত সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশন মৌলভীবাজারের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ হারুন পাশা বলেন, চারটি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কী কারণে আগুন লাগে সেটি জানা যায়নি।

মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বলেন, এ ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুল হককে আহ্বায়ক করে সাত সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

Tags: