muktijoddhar kantho logo l o a d i n g

করিমগঞ্জ

করিমগঞ্জে প্রাণি সম্পদ প্রদর্শনী মেলা

করিমগঞ্জে প্রাণি সম্পদ প্রদর্শনী মেলা

কিশোরগঞ্জের করিমগঞ্জে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রাণি সম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১২টায় উপজেলা প্রাণি সম্পদ কার্যালয় প্রাঙ্গণে এ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ ইশতিয়াক আহমেদ’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ- ৩ (করিমগঞ্জ-তাড়াইল) এর সাংসদ জাপা মহাসচিব বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মুজিবুল হক চুন্নু। মেলায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার পলাশ কুমার বসু’র।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসিরুল ইসলাম খান, প্রদর্শনী ও মেলা বাস্তবায়ন কমিটির সদস্য সচিব উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. স্বপন চন্দ্র বনিক, উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মোঃ উজ্জ্বল হোসেন, ভাইস চেয়ারম্যান হান্নান মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, সহকারি কমিশনার (ভূমি) মাহমুদা বেগম সাথী, প্রকল্প বাস্থবায়ন কর্মকর্তা স্বপন মাতুব্বর, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. ইকবাল প্রমুখ।

মেলায় মোট ৩৮ টি স্টল ছিল। স্টলগুলোতে রয়েছে শঙ্কর জাতের গরু, শঙ্কর জাতের বকনা, ষাঁড়, ভেড়া, ছাগল, টার্কি, পোল্ট্রি মুরগি, লাভবার্ড, বিভিন্ন প্রজাতির পাখি। এছাড়াও মেলায় রয়েছে মাটি বিহীন হাইড্রোফনিক ঘাস যা স্টীলের ট্রেতে গম, ভুট্টা, নেপিয়ান ঘাসের বিচির মাধ্যমে তৈরি করা হয়ে থাকে।

গবাদি প্রাণীর খাবারের ঘাস কাটার মেশিন, গরুর কৃত্রিম প্রজনন করার তরল নাইট্রোজেন কনটেইনারসহ অন্যান্য যন্ত্রপাতি, উঁচু জমির উন্নত জাতের পাকচং ঘাস যা দেশীয় ঘাসের চেয়ে পাঁচগুণ পুষ্টিদায়ক এবং এক একর জমিতে ৪০-৫০ টন ঘাস উৎপাদন করা সম্ভব, নিচু জমির উন্নত জাতের জার্মান ঘাস যা একবার রোপন করলে ৫-৭ বছর চাষ করা সম্ভব।

মেলা শেষে প্রধান অতিথি ডেইরী, ছাগল-ভেড়া, প্রযুক্তি ও পোল্ট্রি এই চার ক্যাটাগরিতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Tags: