muktijoddhar kantho logo l o a d i n g

করিমগঞ্জ

মিঠামইনে সেতুসহ সড়ক নির্মাণ কাজ উদ্বোধন করলেন রাষ্ট্রপতিপুত্র এমপি তৌফিক

আমিনুল হক সাদী, নিজস্ব প্রতিবেদক।। কিশোরগঞ্জের হাওরের কিশোরগঞ্জ-করিমগঞ্জ-চামড়াঘাট-মিঠামইন সড়কের ১৫৬.৭২ মিটার দীর্ঘ হাসানপুর সেতুসহ সড়ক নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২৯ নভেম্বর) এ সেতুর নির্মাণ কাজের উদ্বোধন করেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও রাষ্ট্রপতির জ্যেষ্ঠ ছেলে প্রকৌশলী রেজওয়ান আহাম্মদ তৌফিক।

এসময় উপস্থিত ছিলেন- কিশোরগঞ্জের সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. রাশেদুল আলম, জেলা পরিষদের সদস্য ও মিঠামইন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সমীর কুমার বৈষ্ণব, মিঠামইন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শরীফ কামাল, গোপদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরুল হক বাচ্চু প্রমুখ।  অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মিঠামইন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুস শাহিদ ভূইয়া।

১৫৬.৭২ মিটার দীর্ঘ হাসানপুর সেতু ও ১.১৭ কি:মি অল ওয়েদার সড়ক এবং ১.৬৫ কি:মি: সাব-মার্সিবল সড়ক নির্মাণে মোট ৩৪ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। কিশোরগঞ্জের সড়ক ও জনপথ অধিদপ্তর এসব কাজে অর্থায়ন করছে।