muktijoddhar kantho logo l o a d i n g

কুলিয়ারচর

কুলিয়ারচরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ভ্রাম্যমাণ প্রতিনিধি ।। কিশোরগঞ্জের কুলিয়ারচরে পিএসসি ও জেএসসি পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। গত ২৯ জুন শুক্রবার উপজেলার উছমানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার আছিয়া গফুর বিজ্ঞান ক্লাবের উদ্যোগে উছমানপুর ইউনিয়নের বিভিন্ন বিদ্যালয়ের পিএসসি ও জেএসসি পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও আওয়ামী লীগ নেতা মোঃ গোলাম রাব্বানীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মুর্শিদ উদ্দিন আহম্মেদ। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আছিয়া গফুর বিজ্ঞান ক্লাবের চেয়ারম্যান মোঃ ছিদ্দিকুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ নূরুল আলম রাশেদ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোছাঃ কামরুন্নাহার ছালমা, বড়খারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রউফ, গাজীরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলতাফ হোসেন, বড়চারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ কুমার সরকার, বিশিষ্ট্য শিক্ষানুরাগী মোঃ কামাল উদ্দিন, মোঃ মহসিন মিয়া, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ শফিকুর রহমান সোহাগ সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ। অনুষ্ঠানটি পরিচালনা করেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ কায়কোবাদ। ক্লাবের চেয়ারম্যান মোঃ ছিদ্দিকুর রহমান তার বক্তব্যে বলেন, মেধাবীদেরকে দেশপ্রেম ও নৈতিকতার সমন্বয়ে গড়ে তুলতে হবে। তিনি বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখহাসিনার সোনার বাংলা বিনির্মাণে আগামী তরুন প্রজন্মকে যোগ্য ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলার যে সকল যুগান্তকারী কার্যক্রম গ্রহণ করেছেন, সে সকল কার্যক্রমকে সফল ভাবে বাস্তবায়নে এগিয়ে আসার আহব্বান জানান। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।

Tags: