muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

বরগুনা ২ আসনে নৌবাহিনীর টহল শুরু

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনার পাথরঘাটায় আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলার বিভিন্ন স্থানে নৌবাহিনীর টহল অব্যাহত রয়েছে।

গত ২৪ ডিসেম্বর থেকে নৌ-বাহিনীর কমান্ডার মইন এর নেতৃত্বে এই টহল শুরু হয়।
প্রাপ্ত তথ্যে জানা যায়, বরগুনা-২ (পাথরঘাটা-বামনা-বেতাগী) নির্বাচনী এলাকার আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারাদেশের ন্যায় পাথরঘাটায় নৌবাহিনী মোতায়েন করা হয়। পাথরঘাটা উপজেলার মুন্সিরহাট সেল্টারে নৌবাহিনীর ক্যাম্প স্থাপন করা হয়েছে। প্রতিদিন রুটিন মাফিক উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে টহল অব্যাহত রেখেছে। তারই ধারাবাহিকতায় উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং কর্মকর্তা মো. হুমায়ুন কবিরের নির্দেশে নৌবাহিনীর সদস্যরা উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে টহল দেয়া হয়।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং কর্মকর্তা মো. হুমায়ুন কবির জানান, পাথরঘাটায় ইতোমধ্যেই বাংলাদেশ নৌবাহিনীর ৮১ সদস্যের একটি দল পাথরঘাটায় এসেছেন। পাথরঘাটার আইন শৃংখলা ভালো রয়েছে। তা যেন স্বাভাবিক থাকে সেই কারণে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নৌবাহিনীর টহল অব্যাহত রাখতে নির্দেশ দেয়া হয়েছে।

Tags: