muktijoddhar kantho logo l o a d i n g

ভৈরব

ভৈরবে ত্রি সেতু এলাকায় দিনব্যাপী বিছাস’র পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

কিশোরগঞ্জের ভৈরবে বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ আয়োজিত সৈয়দ নজরুল ইসলাম সেতু এলাকায় মেঘনা নদীর পাড়ে বাংলাদেশের ২য় বৃহত্তম বৈশাখী মেলায় ভৈরব, কিশোরগঞ্জ, বি-বাড়িয়া, নরসিংদী, হবিগঞ্জ, সুনামগঞ্জ সহ আশে পাশের লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়। যার ফলে নদীর পাড়ের সুন্দর পরিবেশে বিভিন্ন ময়লায় পরিবেশ নোংরা হওয়ার কারণের বুধবার সকাল বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ এর আহবায়ক রাকিব হোসাইন রাসেল এর নেতৃত্বে দিনব্যাপী পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান করেন।

এ সময় উপস্থিত ছিলেন সম্মানিত সদস্য ওয়াহিদ চৌধুরী সৈকত, জনি আলম, সাজেদুল হক নাঈম সহ বর্তমান কমিটির সোহেল রানা, জায়েদুল ইসলাম, প্রশান্ত দাস, নাজমুল হক, রবিউল সানি, নয়ন দাস,সাবিহা মাহবুব প্রভা,শারমিন আক্তার দোলন, রকি, ইমরান, আসাদ প্রমূখ। 

এসময় সংসদে আহবায়ক রাকিব বলেন, বৈশাখী আয়োজনে বিভিন্ন প্রান্ত থেকে আসা খেলনা প্লাস্টিক, খই  মুড়ি, নাগরদোলা, পুতুল নাচ, মাঠির তৈজসপত্র সহ নানা দোকানীরা আসায় মেলা প্রাঙ্গণ বিভিন্ন ময়লায় পরিবেশ দূষিত হয় তাই ভৈরবের সুন্দর পরিবেশ ফিরিয়ে আনতে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে ময়লা একত্রিত করে তা পুড়িয়ে দেয়া হয়েছে।

Tags: