muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জের খবর

কুলিয়ারচরে বিএনপির মেয়র প্রার্থীর ভোট বর্জন

এজেন্টদের মারধর করে কেন্দ্র থেকে বের করে দেওয়া ও ইভিএমে (ইলেট্রনিক ভোটিং মেশিন) নৌকা মার্কায় ভোট দিতে বাধ্য করার অভিযোগে কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌরসভা নির্বাচনে ভোট বর্জন করেছেন বিএনপির মেয়র প্রার্থী নুরুল মিলাদ।

শনিবার দুপুর ১২টার দিকে বেতিয়ারকান্দি এলাকায় সংবাদ সম্মেলন করে তিনি ভোট বর্জনের ঘোষণা দেন।

এ সময় বিএনপির মেয়র প্রার্থী নুরুল মিলাদ অভিযোগ করেন, ভোট গ্রহণের তিন দিন আগে থেকেই প্রশাসন ও সরকারি দলের ক্যাডারবাহিনী বিএনপির নেতাকর্মীদের বাড়ি-ঘরে গিয়ে হুমকি দিয়ে আসছেন। অনেকের নামে মিথ্যা মামলা দিয়েছেন। আজ ভোট গ্রহণ শুরুর কিছুক্ষণ পর থেকেই বিভিন্ন কেন্দ্র থেকে বিএনপির এজেন্টদের জোরপূর্বক বের করে দেয়া হয়। অনেককে মারধরও করা হয়। এ অবস্থায় নির্বাচন থেকে সরে দাঁড়ানো ছাড়া অন্য কোনো উপায় ছিল না।

সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও দলের জেলা সভাপতি মো. শরীফুল আলম ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জেলা রিটার্নিং কর্মকর্তা আশ্রাফুল আলম জানান, তিনি নিজে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে কোনো অনিয়মের অভিযোগ পাননি। উৎসবমুখর পরিবেশে ভোট হচ্ছে বলেও দাবি করেন তিনি।

Tags: