muktijoddhar kantho logo l o a d i n g

আন্তর্জাতিক

অবশেষে শি-কে ফোন করলেন বাইডেন

প্রথমবারের মতো চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বুধবার সন্ধ্যার এই ফোনালাপে বাইডেন চীনের মানবাধিকার পরিস্থিতি নিয়ে যেমন শঙ্কা প্রকাশ করেন, তেমনি বৈশ্বিক এবং দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট ইস্যুতে একসঙ্গে কাজ করারও প্রতিশ্রুতি দেন।

যুক্তরাষ্ট্রের সঙ্গে ঐতিহাসিকভাবে চীনের সম্পর্ক কিছুটা তিক্ত। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর, সেই তিক্ততা নতুন মাত্রা পায়। দুই দেশের বাণিজ্যযুদ্ধের কারণে পৃথিবীর নানা প্রান্তের ব্যবসায়ীরা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছেন।

চীন কয়েক মাস ধরে বলছে, বাইডেন প্রশাসনের আচরণ দেখতে তারা মুখিয়ে রয়েছে।

মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছে, কথোপকথনের সময় বাইডেন অর্থনৈতিক এবং সামরিক ইস্যুতে জোর দেন। জলবায়ু পরিবর্তনের বিষয়েও দুই নেতার আলাপ হয়।

হোয়াইট হাউজ থেকে ফোনকলের আগে জানানো হয়, চীনের সংখ্যালঘু মুসলিমদের বিষয়ে বাইডেন কথা বলবেন।

হোয়াইট হাউজ থেকে কথোপকথনের সংক্ষিপ্ত যে বিবরণী প্রচার করা হয়েছে, সেখানে বলা হয়, ‘বাইডেন তার আলাপে মার্কিন নাগরিকদের সুরক্ষা এবং স্বাস্থ্য বিষয়ে গুরুত্বারোপ করেন। একই সঙ্গে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে অবাধ ও মুক্ত সংরক্ষণ নীতির কথা বলেন।’

ওবামার আমলে ভাইস প্রেসিডেন্ট হিসেবে বাইডেন শিয়ের সঙ্গে কথা বললেও প্রেসিডেন্ট হিসেবে দুজনের আলোচনা এই প্রথম।

Tags: