muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

বন্দি মুশতাকের মৃত্যু : সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কারাবন্দি অবস্থায় লেখক মুশতাক আহমেদের মৃত্যুর প্রতিবাদে সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

শুক্রবার শাহবাগ মোড় থেকে অবরোধ প্রত্যাহার করে বামপন্থী ছাত্রসংগঠনগুলো এ ঘোষণা দিয়েছে।

এছাড়া দাবি আদায়ে আজ সন্ধ্যা ৬টায় মশাল মিছিল করবেন এই ছাত্রসংগঠনগুলোর নেতাকর্মীরা।

এর আগে লেখক মুশতাকের মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্ত-বিচার, ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার থাকা ব্যক্তিদের মুক্তি ও আইনটি বাতিলের দাবিতে বেলা সোয়া ১১টার দিকে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেন তারা।

বাম সংগঠনগুলোর মোর্চা প্রগতিশীল ছাত্রজোটের কেন্দ্রীয় সমন্বয়ক ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের (বাসদ) কেন্দ্রীয় সভাপতি আল কাদেরী নতুন কর্মসূচি ঘোষণা করেন।

শাহবাগ মোড় অবরোধের আগে বেলা ১১টার পর বাম ছাত্রসংগঠনগুলোর নেতাকর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শাহবাগ ও পরীবাগ মোড় ঘুরে শাহবাগে ফিরে আসে। পরে তারা শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ দেখান।

লেখক মুশতাক আহমেদ (৫৩) বৃহস্পতিবার রাতে মারা যান। তিনি গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে বন্দি ছিলেন।

Tags: