muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

গাছ পড়ে পাহাড়ের মধ্যে আটকা পড়ল পারাবত এক্সপ্রেস

সিলেট-আখাউড়া রেলপথে মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের গাছ পড়ায় সিলেট অভিমুখী যাত্রীবাহী ৭০৯ আপ আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেন ১ ঘণ্টা পাহাড়ের মধ্যে আটকা পড়েছিল। পাহাড়ের মধ্যে ট্রেন আটকা পড়ায় প্রথমে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পরে গাছ উপড়ে পড়ার কথা যেনে যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে আসে। তবে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টা ১৫ মিনিটে এ ঘটনা ঘটলেও ১টা ১৫ মিনিটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এ সময় সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রাম অভিমুখী ৭১৯নং ডাউন যাত্রীবাহী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন ভানুগাছ রেলওয়ে স্টেশনে আটকা পড়েছিল। রেলপথে পড়া গাছ কেটে সরালে ১ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

ভানুগাছ রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে লাউয়াছড়া জাতীয় উদ্যানের বনাঞ্চলের রেলপথের ধারের একটি বড় গাছ শিকড়সহ উপড়ে পড়ে। ফলে শ্রীমঙ্গল স্টেশন অতিক্রম করে সিলেট অভিমুখী যাত্রীবাহী ৭০৯নং আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেন এসে পাহাড়ি এলাকায় আটকা পড়ে। এ সময়ে সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রাম অভিমুখী যাত্রীবাহী ৭১৯নং ডাউন পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন ভানুগাছ স্টেশনে আটকা পড়ে।

তিনি জানান, ঘটনার খবর পেয়ে রেলকর্মী ও বনকর্মীরা এসে রেলপথে পড়ে যাওয়া গাছ কেটে সরানোর পর ১টা ১৫ মিনিটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

ভানুগাছ রেলওয়ে স্টেশনমাস্টার কবির আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Tags: