muktijoddhar kantho logo l o a d i n g

আন্তর্জাতিক

ইথিওপিয়ায় বিমান হামলা, নিহত ৫১

ইথিওপিয়ার ব্যস্ততম একটি বাজারে বিমান হামলায় অন্তত ৫১ জনের মৃত্যু হয়েছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে অ্যাসোসিয়েটেড প্রেস।

প্রতিবেদনে বলা হয়, বিমান হামলার ঘটনায় আহত হয়েছেন আরো শতাধিক মানুষ। দেশটির তাইগ্রে অঞ্চলের তোগোগা গ্রামে মঙ্গলবার এ হামলা হয়। হামলায় আহত হয়েছেন শতাধিক। এর মধ্যে অর্ধশতাধিকের অবস্থা গুরুতর। এখনও ৩৩ জন নিখোঁজ রয়েছেন।

স্বাস্থ্যকর্মীদের অভিযোগ, সেনাবাহিনীর সদস্যরা মেডিকেল টিমকে ঘটনাস্থলে যেতে দিচ্ছে না। আহতদের তাইগ্রের প্রাদেশিক রাজধানী মেকেলের আয়দার হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। চিকিৎসক ও নার্সদের বরাত দিয়ে খবরে বলা হয়, বিমান থেকে তোগোগার ব্যস্ততম বাজার এলাকায় বোমা ফেলা হয়।

তবে দেশটির সামরিক বাহিনী এবং ইথিওপিয়ার প্রধানমন্ত্রীর মুখপাত্র বিলেন সেউম এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

সরকার গত বছরের নভেম্বরে তাইগ্রে অঞ্চলের নিয়ন্ত্রণ নেয়ার আগ পর্যন্ত ওই অঞ্চল ছিল তাইগ্রে পিপিলস লিবারেশন ফ্রন্টের (টিপিএলএফ) শাসনাধীন। সরকার নিয়ন্ত্রণ নেয়ার পর থেকে সেখানে সংঘাতে ওই এলাকায় হাজার হাজার মানুষের প্রাণ গেছে। ঘর ছাড়তে বাধ্য হয়েছেন ২০ লাখেরও বেশি মানুষ।

Tags: