muktijoddhar kantho logo l o a d i n g

তথ্য প্রযুক্তি

নতুন টুল এনেছে ফেসবুক

বিজ্ঞাপনগুলোতে নজরদারি সহজ করতে নতুন টুল এনেছে ফেসবুক। যা সেপ্টেম্বর থেকে পাওয়া যাবে।

অ্যাড আর্কাইভ এপিআই নামের এই টুল যুক্তরাষ্ট্রের একদল প্রকাশক, শিক্ষক ও গবেষকের কাছে আনা হবে বলে জানিয়েছে ফেসবুক।

ফেসবুকের পণ্য ব্যবস্থাপনা পরিচালক রব লেদার্ন বলেন, আমরা ফেইসবুকে নিপীড়ন ঠেকানোর স্বার্থে বিজ্ঞাপন প্রচারের বিষয়টি আরও স্বচ্ছ করছি, বিশেষত নির্বাচনের সময়গুলোতে।

Tags: