কিশোরগঞ্জ জেলা শহরের চরশোলাকিয়া বাগপাড়া এলাকার বাসিন্দা অগ্রণী ব্যাংক কুলিয়ারচর শাখার ব্যবস্থাপক, সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. হুমায়ুন কবীর এর বড় ছেলে নাফিস শাফাত জামী, মেডিক্যাল কলেজের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। রোববার (৭ অক্টোবর) প্রকাশিত ফলাফলে সে ময়মনসিংহ মেডিক্যাল কলেজে ভর্তি হওয়ার জন্য নির্বাচিত হয়েছে। ব্যাংকার মো. হুমায়ুন কবীর ও গৃহিণী নাসরীন সুলতানা দম্পতির দুই পুত্র সন্তান নাফিস শাফাত জামী ও নাভিদ রাফাত সামী এর মধ্যে নাফিস শাফাত জামী বড়। নাফিস শাফাত জামী কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে গোল্ডেন জিপিএ-৫ পেয়ে এসএসসি এবং সরকারি গুরুদয়াল কলেজ থেকে গোল্ডেন জিপিএ-৫ পেয়ে এইসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল। নাফিস শাফাত জামী ভবিষ্যতে একজন ভালো চিকিৎসক হয়ে দেশসেবায় আত্মনিয়োগ করতে চায়। এজন্য সকলের কাছে দোয়া চেয়েছেন জামীর বাবা-মা ও আত্বীয় স্বজন।