muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জের খবর

কিশোরগঞ্জকে মাদকের ভয়াবহ ট্রানজিট রোড হিসেবে ব্যবহার করছে মাদক ব্যবসায়ীরা

বিভিন্ন জায়গার মাদক ব্যবসায়ীরা গ্রেফতার এড়াতে ট্রানজিট রোড হিসেবে ব্যবহার করছে মাদক ব্যবসায়ীরা। মূলত হাওরাঞ্চলে সহজে পৌছানোর জন্য এ রোড ব্যবহার করছে মাদক ব্যবসায়ীরা ।

সহজে পৌছায় নিরাপদ রোড হিসেবে বেছে নিয়েছে এ মাদক ব্যবসায়ীরা। কখনো বাসে বা কখনো ট্রেন বা সি এন জিতে নিরাপদে গোপনে পৌছে দিচ্ছে ব্যবসায়ীরা।

নেশার দ্রব্য বাবা বা ইয়াবা । হাওরাঞ্চলে অনেক জনপ্রিয় মাদক এখন সহজ লভ্য হওয়ায় তা  মানুষের কাছে গ্রহনীয় হয়েছে খুব সহজেই। হবিগঞ্জের বানিয়াচং , আজমেরীগঞ্জ, সুনামগঞ্জ এর ধিরাই, শাল্লা,  ইটনা মিঠামইন অষ্ট্রগ্রাম সকল জায়গায় জনপ্রিয় এই বাবা বা ইয়াবা। আর সহজেই বহন যোগ্য হওয়ায় তা মাদক ব্যবসীয়ীরা ঐসব এলাকায় নিরাপদে পৌছে দিচ্ছে ও তারা থাকছে ধরা ছোয়ার বাইরে।

কিশোরগঞ্জ জেলা শহরের শেষ প্রান্তে বিশ্বস্ত টি ষ্টল , সেলুন কে মাদক ব্যবসায়ীদের পয়েন্ট হিসেবে ব্যবহার করছে। সেখান থেকেই হাত বদল হয় এই মরন নেশা ইয়াবা। ১০/ ১৫ মিনিটের ব্যবধানে একজেলার মাদক ব্যবসায়ীরা অন্য জেলার মাদক ব্যবসায়ীদের হাতে পৌছে দিচ্ছে এই  মাদক ইয়াবা।

Tags: