muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জ সদর

কিশোরগঞ্জের শহীদী মসজিদে তাবলীগের দুই গ্রুপের হাতাহাতি

কিশোরগঞ্জের ঐতিহাসিক শহীদি মসজিদের যোহরের নামাজের পর হঠাৎ করে দেখা দেয় হট্টগুল। মুসুল্লী ও স্থানীয় জনগণ তাৎক্ষণিক কাছে গিয়ে দেখতে পায় জামিয়া ইমদাদিয়ার ছাত্র ও হীরা স্যারের নেতৃত্বে তাবলীগ জামাতের একদল সা’দ মতবাদ নিয়ে শুরু হয় মারামারি। তাৎক্ষণিক ভাবে পুলিশ তা নিয়ন্ত্রন করলেও আসরের নামাজের সময় দুই গ্রুপের একসাথে আলোচনা অনুষ্ঠিত হলে শুরু হয় হাতাহাতি ও এক পর্যায়ে হাতাহাতিতে পরিণত হয়। এসময় কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও অন্যান্য অফিসারগণ দক্ষতার সাথে তা নিয়ন্ত্রণ করে। পরে অফিসার ইনচার্জ সাংবাদিকদের জানান ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। ধর্ম নিয়ে এ ধরনের বাড়াবাড়িতে সাধারণ মুসলমানদের মাঝে কীরূপ প্রতিক্রিয়া কাজ করবে তা বলা বাহুল্য।

আমরা আইনের লোক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করাই আমাদের কাজ। পরে শহীদী মসজিদের ইমাম মাওলানা আযহার আলী আনোয়ার শাহ্ সাহেব বলেন: শান্তিপূর্ণ নামাজ শেষে প্রতিদিনের মতো আলোচনা চলতে থাকলে এখানে উদ্দেশ্যমূলক ভাবে হীরা, কামাল, সাগর তারা মসজিদের ভিতরে বিতর্ক সৃষ্টি করে। এটি অত্যন্ত গর্হিত কাজ। আমি শারীরিক অসুস্থতার জন্য ও জরুরী কাজে শহরের বাইরে থাকায়। এ বিষয়ে বিস্তারিত বলতে পারছি না। তবে এই তিন জনের নেতৃত্বে এই ঘটনাটি ঘটেছে। ঘটনার সময় তাবলিগ অনুসারে কাউকে না পাওয়া যায়নি।

Tags: