muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

জঙ্গির মাথায় টুপির রহস্য সন্ধানে গোয়েন্দারা

পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম বলেছেন, ‘জঙ্গি রাকিবুল ইসলাম রিগ্যানের মাথায় টুপি পরায় কারো গাফিলতি থাকলে ব্যবস্থা নেয়া হবে। তবে আমার জানামতে আইএসের কোনো টুপি নেই। কীভাবে আসলো এটিই এখন দেখার বিষয়।’

বুধবার ডিএমপির মিডিয়া সেন্টারে সাংবাদিকদের প্রশ্নে মনিরুল বলেন, ‘আইএসের সৃষ্টি থেকে এ যাবৎ পর্যন্ত কোনো টুপি তারা তৈরি করেনি। তারপরও তাদের কোনো টুপি আছে কি না, তা বিশ্লেষণ করে দেখব। হলি আর্টিজান মামলার রায় সন্ত্রাসীদের জন্য একটা মেসেজ (বার্তা)। এ রায়ের মাধ্যমে সন্ত্রাসীরা কঠিন বার্তা পেলো।’

সাংবাদিকদের প্রশ্নে তিনি আরো বলেন, ‘আইএস আন্তর্জাতিক জঙ্গী সংগঠন এটা ঠিক। কিন্তু তাদের অস্তিত্ব বাংলাদেশ নেই। হলি আর্টিজানে হামলার সময় বিপথগামী তরুণদের ব্যবহার করা হয়েছে। তাদের মাথায় পাগড়ি পরিয়ে দেয়া হয়। যেখানে আইএসর প্রতীক বোঝাতে চেয়েছিল জঙ্গিরা। তবে আমরা নিশ্চিত করে বলতে পারি এদেশে আইএসের কোনো অস্তিত্ব নেই। সেক্ষেত্রে তাদের টুপি কীভাবে আসলো? এটা কি আদালত থেকে সরবরাহ করা হয়েছে, না অন্য কোথাও থেকে এসেছে তাই বের করা হবে।’

এর আগে গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার মামলার আট আসামির মধ্যে সাতজনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি একজন মিজানুর রহমান ওরফে বড় মিজান খালাস পেয়েছেন। রায় ঘোণার সময় রিগ্যানও আদালতে উপস্থিত ছিলেন।

Tags: