muktijoddhar kantho logo l o a d i n g

তথ্য প্রযুক্তি

যে গাড়ির চাকা বরফের…

ice car

গাড়ির ‘কুলেস্ট’ ফিচার কোনটা?বেশির ভাগ ড্রাইভার কিন্তু চাকার গতিশীলতার মধ্যেই ‘কুল’ থাকার রসদ খুঁজে পান। লেক্সাস এনএক্স এবার সেই ভাবনা কেই অন্য মাত্রা দিল।

এক্সোটিক অ্যালুমিনিয়াম এবং ম্যাগনেসিয়ামের যৌগের পরিবর্তে তারা এবার সত্যিকারের ‘ঠাণ্ডা’ বরফের চাকা তৈরি করে ফেলল।

টানা তিন মাসের গবেষণায় তারা এই অসাধ্য সাধন করে ফেলেছে। এই চাকা এসইউভি-র ভার নিতেও সক্ষম।

দেখে নিন সেই ‘ঠাণ্ডা’ চাকার ভিডিও-

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/২৪-১২-২০১৫ইং/মইনুল হোসেন

Tags: