muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জের খবর

কিশোরগঞ্জে জেলা প্রশাসনের কর্মচারীদের দাবি না মানলে বৃহত্তর আন্দোলনের ডাক

কিশোরগঞ্জে জেলা প্রশাসনের কর্মচারীদের দাবি না মানলে বৃহত্তর আন্দোলনের ডাক দিবে বলে হুশিয়ারী করা হয়েছে। পদ-পদবী পরিবর্তনসহ গ্রেড উন্নীত করণের দাবিতে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের অধিনস্থ তৃতীয় শ্রেণীর কর্মচারীরা তিন দিনের পূর্ণদিবস কর্মবিরতি পালন শেষে তারা এ হুশিয়ারী ঘোষণা দেন।

বৃহস্প্রতিবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বাংলাদশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) এর ঘোষনায় কিশোরগঞ্জ জেলা শাখা এ কর্মসূচি পালন করে।
পূর্ণদিবস কর্মবিতরতি চলাকালে প্রশাসনের সকল ই-ফাইলিং বন্ধ করে দিয়েছে কর্মচারীরা। কোন কর্মকর্তা-কর্মচারী যাতে ই-ফাইলিং লগইন করতে না পাড়ে সজন্য পাসওয়ার্ডও পরিবর্তন করে দিয়েছে বাকাসস নেতারা। এতে জেলা প্রশাসন কার্যালয় থেকে মন্ত্রণালয়ে স্থবিরতা চলে এসেছে ভোগান্তীতে পড়ছে সাধারণ মানুষ।

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি অরুপ কুমার দাস। এতে বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিলকিছ বেগম, জেলা প্রশাসনের প্রশাসনিক কর্মকর্তা মো. কলিম উদ্দিন, বাংলাদশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক হাসান মাহমুদ, সাহিত্য সম্পাদক আবু ইউসুফ মো. মহসীন, কর্মচারী ফ্রন্টের সভাপতি মো. শফিকুর রহমান, কিশোরগঞ্জ সরকারী কর্মচারী কল্যাণ ফোরামের ব্যবস্থাপনা পরিচালক লাইব্রেরীয়ান মো. সারওয়ার আহমেদ খান, বিজনকান্তি বণিক, মোঃ ফজলুর রহমান পটল, নির্মল কুমার চক্রবর্তী, মোঃ ফয়েজ উদ্দিন, মাহবুব আলম, মিজানুর রহমান, নুরুন্নাহার প্রমুখসহ অন্যান্যরা।

Tags: