muktijoddhar kantho logo l o a d i n g

খেলার খবর

রোববারই সিরিজ নিশ্চিত করতে চায় মাশরাফিরা

mash-1
ঢাকা: প্রথম ম্যাচ জেতায় শনিবার দুপুরে সোনারগাঁও হোটেলে স্বভাব-সুলভ হাস্যরসে মেতে উঠলেন মাশরাফি-নাসিররা। অন্যদিকে ভীষণ মুখ ভার করা অবস্থা পাকিস্তানি ক্রিকেটারদের। অতিথি দলের সদস্যরা যতটা পারছেন এড়িয়ে চলছেন সংবাদ মাধ্যম ও ভক্ত- সমর্থকদের। এমন এক সমীকরণের সমানে দাঁড়িয়ে দল দুটি। তবে জয়ের অভিন্ন লক্ষ্য নিয়ে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে রোববার বাংলাদেশ ও পাকিস্তান মুখোমুখি হবে।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচটি শুরু হবে দুপুর ২টা ৩০ মিনিটে। এ ম্যাচটি সরাসরি দেখা যাবে বিটিভি এবং গাজী টিভিতে।

আগেরদিন দিবা-রাত্রির ম্যাচ হওয়ায় শনিবার মাঠমুখো হয়নি দল দুটি। তাই সময়টা কেটেছে হোটেলে। তবে দুদলের চোখেই জয়ের স্বপ্ন। সিরিজ বাঁচিয়ে রাখতে হলে রোববার জয় ছাড়া অন্য কোন পথ খোলা নেই পাকিস্তানিদের। অন্যদিকে টাইগারদের প্রত্যাশা দ্বিতীয় ম্যাচে সিরিজ নিশ্চিত করে ফেলা। যদিও হার দিয়ে অভিষিক্ত সফরকারীদের অধিনায়ক ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, ‘বাংলাদেশ ভালো ব্যাটিং করেছে, বিশেষ করে তামিম-মুশফিক। আমাদের কেউ সেভাবে দাঁড়াতে পারেনি। বোলিং-ফিল্ডিংটাও ভালো হয়নি। আশা করছি ভুল শুধরে সামনের ম্যাচে ফিরে আসবো আমরা।’

মুক্তিযোদ্ধার কন্ঠ/ এম ইউ

Tags: