muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জের খবর

ইটনায় পটকা মাছ খেয়ে প্রাণ গেল স্বামী-স্ত্রীর

কিশোরগঞ্জের ইটনায় পটকা মাছ খেয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে তাদের তিন মেয়ে।

বুধবার (০৬ জানুয়ারি) বিকেল ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান সঞ্চিতা মালাকার (৪৫)। এর আগে পটকা মাছ খেয়ে গত রাতে ইটনার মৃগা ইউনিয়নের পূর্বপাড়ার নিজ বাড়িতে মারা যান হেমেন্দ্র মালাকার (৫৫)।

হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তাদের তিন মেয়ে সীমা মালাকার (১৬), তমা মালাকার (১৩) ও প্রিমা মালাকার (৫)। তাদের সবার বাড়ি ইটনা উপজেলার মৃগা ইউনিয়নের পূর্বপাড়ায়।

কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, পূর্বপাড়ার হেমেন্দ্র মালাকার ও তার পরিবারের লোকজন মঙ্গলবার (৫ জানুয়ারি) রাতে পটকা মাছ দিয়ে ভাত খায়। এর কিছুক্ষণ পরই পরিবারের সবাই অসুস্থ হয়ে পড়ে। মাঝ রাতে বাড়িতেই মারা যান হেমেন্দ্র মালাকার। অন্যদের বুধবার (৬ জানুয়ারি) ভোরে ইটনা হাসপাতালে নেয়ার পর সেখান থেকে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় মারা যান সঞ্চিতা মালাকার।

Tags: