muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

৪২ এসিল্যান্ডকে অবমুক্ত না করার ব্যাখ্যা চেয়ে ডিসিদের কাছে চিঠি

বেসিক ভূমি ব্যবস্থাপনা কোর্সে অংশ নিতে ৪২ সহকারী কমিশনারকে (ভূমি) অবমুক্ত না করার ব্যখ্যা চেয়ে সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের (ডিসি) কাছে চিঠি দিয়েছে ভূমি মন্ত্রণালয়।

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) এই ব্যাখ্যা চেয়ে জেলা প্রশাসকদের কাছে ভূমি মন্ত্রণালয় থেকে চিঠি দেওয়া হয়েছে। তাদের কেন অবমুক্ত করা হয়নি- এ বিষয়ে সংশ্লিষ্ট ডিসিকে ব্যাখ্যা দিতে অনুরোধ জানানো হয় চিঠিতে। বুধবার (৩ ফেব্রুয়ারি) এ তথ্য জানা গেছে।

চিঠিতে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ভূমি মন্ত্রণালয়ে ন্যস্ত বিসিএস ক্যাডার কর্মকর্তাদের সহকারী কমিশনার হিসেবে বিভিন্ন বিভাগে ন্যস্ত করা হয়ে থাকে। ন্যস্ত হওয়া সহকারী কমিশনার ভূমি ব্যবস্থাপনা সম্পর্কে প্রশিক্ষণ ছাড়া পদায়িত হলে কাজে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। প্রশিক্ষণ ছাড়া সহকারী কমিশনারদের পদায়ন সঠিক নয় বলে ভূমিমন্ত্রী মত প্রকাশও করেছেন এবং একমাসের বেসিক প্রশিক্ষণ দেওয়ার পর তাদের মাঠপর্যায়ে পদায়নের নির্দেশনা দিয়েছেন।

গত ২১ ও ২৭ জানুয়ারি দুটি স্মারকে ২০তম বেসিক ভূমি ব্যবস্থাপনা কোর্সে দুই পর্যায়ে মোট ৬০ জন সহকারী কমিশনারকে প্রশিক্ষণের জন্য মনোনয়ন দেওয়া হয়। ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের পাঠানো প্রতিবেদনে দেখা যায় যে, বিভিন্ন কারণে মনোনীত ৪২ জন কর্মকর্তাকে অবমুক্ত করা হয়নি। ২০তম ভূমি ব্যবস্থাপনা কোর্সে ৬০ জন সহকারী কমিশনারকে মনোনয়ন দেওয়া হলেও তাদের মধ্যে মাত্র ১৮ জন কর্মকর্তা এই কোর্সে যোগদান করেন বলে চিঠিতে উল্লেখ করা হয়।

এতে আরও বলা হয়, ফলে প্রশিক্ষণের জন্য যে ব্যয় হচ্ছে এর বেশিরভাগ অংশের অপচয় হচ্ছে। এজন্য সংশ্লিষ্ট নিয়ন্ত্রণকারী কর্মকর্তা যারা সহকারী কমিশনারদের অবমুক্ত করেননি তাদের ওপর দায় বর্তায়। এ প্রশিক্ষণ ছাড়া মাঠপর্যায়ে কাজ করতে গিয়ে সহকারী কমিশনাররা নানা ধরনের ভুল ত্রুটি করছেন, যার দায়ভার নিয়ন্ত্রণকারী কর্মকর্তার ওপর বর্তায়।

Tags: