muktijoddhar kantho logo l o a d i n g

তথ্য প্রযুক্তি

একাধিক অ্যাকাউন্ট চালানোর ফিচার যোগ হচ্ছে ম্যাসেঞ্জারে

গত সপ্তাহে ইনস্টাগ্রামে একাধিক অ্যাকাউন্ট চালানোর ফিচার যোগ হওয়ার পর একই সুবিধা এবার যোগ হচ্ছে ম্যাসেঞ্জারেও। এ ছাড়া এসএমএস সার্ভিসও ফিরে আসছে ফেসবুকের এই ম্যাসেজিং অ্যাপে।

এই সুবিধার মাধ্যমে ম্যাসেঞ্জার ব্যবহারকারীরা অ্যাপের মাধ্যমেই আদান-প্রদান করতে পারবে ক্ষুদে বার্তা। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেক ক্রাঞ্চের একটি প্রতিবেদন থেকে জানা গেছে এ সংবাদ।

ম্যাসেজিং অ্যাপ ম্যাসেঞ্জারের মালিকানা রয়েছে ফেসবুকের হাতে। তাই ফেসবুকের এক মুখপাত্র টেকক্রাঞ্চকে এই বিষয়গুলো নিশ্চিত করে বলেন, ‘বর্তমানে ম্যাসেঞ্জার ও এসএমএস এর মাধ্যমে যেন আমাদের ব্যবহারকারীরা সব বার্তা আদান-প্রদান করতে পারে, সেই সক্ষমতা অর্জনের চেষ্টা করছি আমরা।’ তিনি আরো বলেন, ‘মাত্র একটি অ্যাপের মাধ্যমে সব এসএমএস ম্যাসেজ পাওয়া, দেখা এবং ফিরতি ম্যাসেজ পাঠানো যাবে সহজেই। আপনি যদি এমএসএস সার্ভিসটি গ্রহণ করে থাকেন, তাহলে ম্যাসেঞ্জারের সব সুবিধার পাশাপাশি আপনি আর একটি বাড়তি সার্ভিস পেতে যাচ্ছেন।’

 

Tags: