muktijoddhar kantho logo l o a d i n g

খেলার খবর

অস্ট্রেলিয়ার বিপক্ষেই মাঠে নামছেন তাসকিন !

অস্ট্রেলিয়ার বিপক্ষেই মাঠে নামতে পারেন বাংলাদেশের ইনফর্ম পেসার তাসকিন আহমেদ ।’অবৈধ’ বোলিং অ্যাকশনের কারণে সাময়িক নিষিদ্ধ হওয়ার পর বেঙ্গালুরুর মাঠে তাসকিনকে নামানোর জোর চেষ্টা চালাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি।

টাইগার বোলারদের নিষিদ্ধ করার ঘটনা বিষয়ে রোববার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বাসায় বিশেষ বৈঠকে বসেন বোর্ডের শীর্ষ কর্মকর্তারা।

বৈঠক শেষে বিসিবি সভাপতি বলেন, তাসকিনের নিষেধাজ্ঞা নিয়ে সন্তুষ্ট নয় বিসিবি। তার নিষেধাজ্ঞার সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন করা হবে। আবেদন বিবেচনার আশ্বাস দিয়েছে আইসিসি। আশা করি, খুব শিগগিরই মাঠে ফিরবে সে।

তাসকিনকে ফেরাতে আইসিসি চেয়ারম্যান শশাঙ্ক মনোহর ও প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসনের সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করছেন বলেও জানান তিনি।

বৈঠকের পর পরই বিশ্বকাপের পরবর্তী ম্যাচেই তাসকিন ফিরতে পারেন বলে ক্রিকেটাঙ্গনে গুঞ্জন উঠে।

উল্লেখ্য, টি ২০ বিশ্বকাপের বাছাই পর্বে আম্পায়াররা পেসার তাসকিন ও স্পিনার আরাফাত সানির বোলিং অ্যাকশন সন্দেহজনক বলে আইসিসিতে রিপোর্ট করেন। এরপর চেন্নাইয়ের আইসিসি অনুমোদিত ল্যাবে বায়ো-মেকানিক্যাল পরীক্ষা দেন দুই টাইগার বোলার।

শনিবার পরীক্ষার ফল প্রকাশ করে আইসিসি। এতে তাসকিন এবং সানির বোলিং অ্যাকশন অবৈধ ঘোষণা করে তাদের সাময়িক নিষিদ্ধ করা হয়।

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/20-03-2016/মইনুল হোসেন

Tags: