muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

সমর্থকদের ভালোবাসায় বাংলাদেশে দূতাবাস চালুর ভাবনায় আর্জেন্টিনা!

কাতারে একের পর এক জয় ছিনিয়ে নিচ্ছে আর্জেন্টিনা। আর বাংলাদেশে লিওনেল মেসিদের সমর্থনে কাঁপছে বিশ্ব! বিশ্বজুড়ে এবার আলোড়ন তুলেছে এমন অনেক সংবাদ। ফিফা থেকে শুরু করে খোদ আর্জেন্টাইন সংবাদ মাধ্যমে বাংলাদেশি আলবিসেলেস্তা সমর্থকদের খবর প্রকাশ করা হচ্ছে।

বাংলাদেশি এমন পাগল সমর্থকদের কথা মাথায় রেখেই হয়তো ৪৩ বছর পর বাংলাদেশে ফের দূতাবাস চালুর পরিকল্পনা করছে আর্জেন্টিনা। এ নিয়ে গত শনিবার এক টুইট বার্তায় আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো কাফিয়েরো বাংলাদেশে পুনরায় দূতাবাস চালু করার পরিকল্পনার কথা জানান।

আজ সোমবার (১২ ডিসেম্বর) বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে এই তথ্য জানায়।

কাফিয়েরোর স্প্যানিশ ভাষায় করা ওই টুইট বার্তায় তিনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে তার একটি ছবিও জুড়ে দেন। তিনি টুইটে লিখেন, ‘গত আগস্টে আমি আব্দুল মোমেনের সঙ্গে পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি বিষয়ক একটি সম্মেলনে বৈঠক করেছি। বাংলাদেশে ১৯৭৮ সাল থেকে বন্ধ থাকা দূতাবাস পুনরায় চালু করার প্রকল্পটি এগিয়ে নিয়ে যাবে আর্জেন্টিনা।’

এদিকে চলমান বিশ্বকাপে গ্রুপ পর্বে মেক্সিকোর বিপক্ষে মেসির গোলের পর উল্লাসরত বাংলাদেশি সমর্থকদের একটি ভিডিও ফিফার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে পোস্ট করার পর তা রীতিমতো ভাইরাল হয়ে যায়। নজর কাড়ে বহির্বিশ্বের।

এরপর আর্জেন্টিনার বিভিন্ন গণমাধ্যমেও ঘটনাটি ফলাও করে প্রচার করা হয়। পরে আর্জেন্টিনার জাতীয় ফুটবল দলের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে বাংলাদেশ সম্পর্কে টুইট করে বলা হয়, ‘আমাদের দলকে সমর্থন করার জন্য আপনাদের ধন্যবাদ! ওরা (বাংলাদেশিরা) আমাদের মতোই পাগল!’

আর্জেন্টিনার ঘরোয়া ফুটবল লিগ তাদের টুইটারে শেয়ার করেছে, বাংলাদেশের পতাকা হাতে নিয়ে ছুটছেন লিওনেল মেসি। পেছনে মেসির দিকে তাকিয়ে আছেন প্রতিপক্ষের এক খেলোয়াড়। তবে বাংলাদেশের ভক্তদের উদ্দেশে মেসির হাতে লাল-সবুজের পতাকাটি এডিট করে লাগানো হয়েছে। মেক্সিকোরর বিপক্ষে আর্জেন্টাইন অধিনায়কের গোল উৎসবের ছবি এটি। সেখানেই ফটোশপ করে বসিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশের পতাকা। ক্যাপশনে লেখা হয়েছে, ‘লিওনেল মেসি বাংলাদেশ।’

Tags: