muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

পাবনা থেকে সরাসরি ট্রেন যাবে ঢাকা

পাবনা থেকে সরাসরি ট্রেন যাবে ঢাকা

রাষ্ট্রপতি হওয়ার পর নিজ জেলা পাবনা সফর করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আজ মঙ্গলবার জেলা শহরে তাকে দেওয়া এক নাগরিক সংবর্ধনায় পাবনাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। একইসঙ্গে পাবনা থেকে ঢাকা পর্যন্ত সরাসরি ট্রেন সার্ভিস চালুর সুসংবাদ দেন তিনি।

পাবনাবাসীকে রেল যোগাযোগের সুসংবাদ দিয়ে রাষ্ট্রপতি বলেন, ‘অত্যন্ত দৃঢ়চিত্তে আজ ঘোষণা করছি, আপনাদের চাওয়া ও পাওয়ার বিসমিল্লাহ শুরু হবে আগামী সেপ্টেম্বরে। ওই মাসে পাবনা থেকে ঢাকা সরাসরি রেল যোগাযোগ স্থাপিত হবে। যে ট্রেনটি চলবে, পাবনাবাসী তার নাম ঠিক করুন।’

এ সময় পাবনাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মো. সাহাবুদ্দিন বলেন, ‘রাষ্ট্রপতি হিসেবে পাবনায় এসেছি। ভিত্তির মানুষগুলোকে কী করে ভুলে থাকি বলেন। মনে পড়ছে রাজপথ আর জেলখানায় আমার দুর্দিনের সঙ্গীদের।’

পাবনাবাসীর ভালোবাসার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘ফেইসবুকে দেখি, ফোনে খবর পাই যে, পাবনায় গণজাগরণ তৈরি হয়েছে। অদ্ভুত আকুতি দিয়ে মানুষ ভালোবেসেছে আমাকে। ভাইরে ভাই, এই ঋণ কী করে শোধ করবো। যে ভালোবাসা আমি পাবনায় পেলাম, চিরকৃতজ্ঞ তার জন্য। এই সম্মান আমি জীবনেও ভুলব না।’

বীর মুক্তিযোদ্ধা বেবী ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ডেপুটি স্পিকার ও পাবনা-১ আসনের সংসদ সদস্য শামসুল হক টুকু, পাবনা-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স, পাবনা-৪ আসনের সংসদ সদস্য নুরুজ্জামান বিশ্বাস, পাবনা-৩ আসনের সংসদ সদস্য মকবুল হোসেন, পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি, পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লাল, নাগরিক সংবর্ধনা কমিটির আহ্বায়ক ও মাছরাঙা টেলিভিশনের এমডি অঞ্জন চৌধুরী পিন্টু, সদস্যসচিব-১ অধ্যাপক শিবজিত নাগ, সদস্যসচিব-২ আব্দুল মতিন খান এবং পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন।

Tags: