muktijoddhar kantho logo l o a d i n g

রাজনীতি

ফয়জুলের ওপর হামলা : ইসলামী আন্দোলনের কর্মসূচি ঘোষণা

ফয়জুলের ওপর হামলা : ইসলামী আন্দোলনের কর্মসূচি ঘোষণা

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে হাতপাখার মেয়র প্রার্থী দলের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমের ওপর হামলার প্রতিবাদে নতুন কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আগামী শুক্রবার (১৬ জুন) সারা দেশে জেলায় জেলায় বিক্ষোভ সমাবেশ করার ঘোষণা দেয় দলটি।

আজ মঙ্গলবার এক বিবৃতিতে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেন ইসলামী আন্দোলনের মহাসচিব ইউনুছ আহমাদ।

তিনি বলেন, বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে হাতপাখার মেয়র প্রার্থী দলের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমের ওপর হামলার প্রতিবাদে আগামী শুক্রবার (১৬ জুন) সারা দেশে জেলায় জেলায় বিক্ষোভ সমাবেশ করা হবে। শিগগির বৃহত্তর কর্মসূচিও ঘোষণা করা হবে।

ইউনুছ আহমাদ বলেন, ‘নির্বাচন কমিশন (ইসি) সিটি নির্বাচনে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। এ কমিশন দিয়ে জাতীয় নির্বাচন সম্ভব নয়। তিনি একজন মেয়র প্রার্থীর নিরাপত্তা দিতে পারেননি। তাছাড়া সিইসি তার বক্তব্যে বলেছেন, হাতপাখার মেয়র প্রার্থী কি ইন্তেকাল করেছেন? এ বক্তব্য দিয়ে তিনি দলদাসে পরিণত হয়েছেন।’

সিইসির বক্তব্য আওয়ামী লীগের বক্তব্যের মধ্যে কোনো পার্থক্য নেই উল্লেখ করে তিনি বলেন, ‘এ ইসি কমিশনের মতো একটি গুরুত্বপূর্ণ দায়িত্বে কোনোভাবেই থাকতে পারে না। ভালো চাইলে মানসম্মান নিয়ে পদত্যাগ করুন, না করলে জনগণের আন্দোলনে করুণ পরিণত ভোগ করতে হবে।’

উল্লেখ্য, গতকাল সোমবার দুপুরে বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী মুফতী সৈয়দ ফয়জুল করীমের ওপর হামলার অভি‌যোগ পাওয়া যায়। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হন।

হামলার পর ফয়জুল গণমাধ্যমকে বলেন, ‘অভিযোগের পরিপ্রেক্ষিতে আমি ৮৭ নং কেন্দ্রে যায়। সেখানে ঢুকে দেখি আওয়ামী লীগের লোকজন ভেতরে। এরপর আমি প্রিসাইডিং অফিসারের কাছে গিয়ে বলি- দেখেন এখানে তো আওয়ামী লীগের ব্যাচধারীরা থাকতে পারে না।’

তিনি বলেন, ‘এরপর আমি প্রিসাইডং অফিসারকে নিয়ে ওই রুমে যায়। তাদেরকে বলি (আওয়ামী লীগের কর্মীদের) ভাই আপনারা কি এখানকার দায়িত্বশীল? তো উনারা বলল, না। এরমধ্যেই তারা সবাই মিলে তর্কাতর্কি শুরু করে। এক পর্যায়ে তারা আমাকে বলছে, আপনি আসছেন কেন? আমি বললাম -আমি প্রার্থী, আমি আসব না?’

ফয়জুল করীম আরও বলেন, ‘এরমধ্যেই তারা হঠাৎ করে আমার উপর আক্রমণ শুরু করে। কোনো উত্তেজনা নয়, কোনো কথাও নয়, হঠাৎ করেই তারা আমার উপর আক্রমণ শুরু করে। এই আক্রমণের অবস্থায়ই আমি আমার লোকজনকে বলেছি- তোমরা চলে যাও মারামারি করো না।’

Tags: