muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

সরকারি চাকরিতে কোনো বীর মুক্তিযোদ্ধা কর্মরত নেই : মন্ত্রী

সরকারি চাকরিতে কোনো বীর মুক্তিযোদ্ধা কর্মরত নেই : মন্ত্রী

বর্তমানে সরকারি চাকরিতে কোনো বীর মুক্তিযোদ্ধা কর্মরত নেই বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

মঙ্গলবার (৪ জুলাই) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে ঢাকা-১১ আসনের সরকার দলীয় সংসদ এ কে এম রহমতুল্লাহের প্রশ্নের জবাবে এ তথ্য জানান মন্ত্রী। স্পিকার শিরীন শারমিন চৌধুীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।

মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী বলেন, মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী, বীর মুক্তিযোদ্ধার সর্বশেষ জন্ম তারিখ ৩০ মে, ১৯৫৯। সে অনুযায়ী একজন বীর মুক্তিযোদ্ধার বিধি মোতাবেক চাকরিকাল ছিল ৩০ মে,২০১৯ পর্যন্ত। বর্তমানে কোনো বীর মুক্তিযোদ্ধা সরকারি চাকরিতে বিধি অনুযায়ী কর্মরত নেই।

মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় বীর মুক্তিযোদ্ধাদের বয়স সংক্রান্ত ২০১৮ সালের ১৭ জানুয়ারি পরিপত্র জারি করে বলে জানান আ ক মমোজাম্মেল হক।

তিনি বলেন, ‘বীর মুক্তিযোদ্ধা সম্মানি ভাতা বিতরণ আদেশ,২০২০’ এর নির্দেশনা অনুসরণে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি ভাতাপরিচালনা করা হয়ে থাকে। ওই আদেশে এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে সমন্বিত তালিকাভুক্ত এমএএসধারি বীর মুক্তিযোদ্ধাদের ভাতা দেয়া হয়।

চাকরিরত বা চাকরিরত নয়- এমন সব বীর মুক্তিযোদ্ধার জীবিতকাল পর্যন্ত এবংমৃত্যুর পর ওয়ারিশরা স্ত্রী ও সন্তানরা ভাতা প্রাপ্য হয়।

Tags: