muktijoddhar kantho logo l o a d i n g

খেলার খবর

স্লো ওভার রেটে নতুন শাস্তি আইসিসির

স্লো ওভার রেটে নতুন শাস্তি আইসিসির

টেস্ট ক্রিকেটে স্লো ওভার রেটে শাস্তির বিধানে পরিবর্তন আনলো বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। প্রতি ওভার কম করার জন্য এখন থেকে ম্যাচ ফির পাঁচ শতাংশ হারে জরিমানা করা হবে দলকে। আগে এই জরিমানার হার ছিল ওভারপ্রতি ২০ শতাংশ।

তবে জরিমানার হার কমালেও পরিস্থিতি বিবেচনায় সেটি ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানোর বিধান রাখা হয়েছে সংশোধিত আইনে।

দক্ষিণ আফ্রিকার ডারবানে আইসিসির বার্ষিক সম্মেলনে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৃহস্পতিবার (১৩ জুলাই) এক আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি।

বিবৃতিতে বলা হয়, ‘ওভার-রেট বজায় রাখা ও খেলোয়াড়দের প্রাপ্য পারিশ্রমিক নিশ্চিতে ভারসাম্য বজায় রাখার লক্ষ্যে শাস্তি পরিবর্তন আনা হয়েছে।’

নতুন নিয়মে, কোনো দল যদি ৮০ ওভারের আগে অলআউট হয়ে যায় ও সে সময় পর্যন্ত নতুন বল নেওয়া বাকি না থাকে, তাহলে ওভারে বিলম্ব হলেও ওভার-রেটের শাস্তি আরোপ করা হবে না।

কেবল ৮০ ওভার পার হলেই ও নতুন বল নেওয়া হলেই এই শাস্তি আরোপিত হবে।

Tags: