muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

ধানম‌ন্ডি‌তে ছিনতাইকারীর ছু‌রিকাঘা‌তে স্কুল শিক্ষক্ষার্থী নিহত

ধানম‌ন্ডি‌তে ছিনতাইকারীর ছু‌রিকাঘা‌তে স্কুল শিক্ষক্ষার্থী নিহত

রাজধানীর ধানম‌ন্ডি এলাকায় ছিনতাইকরীর ছু‌রিকাঘা‌তে এক শিক্ষার্থী নিহত হ‌য়ে‌ছে। নিহ‌তের নাম আদনান সাঈদ রাকিব (১৮)।

রোববার রাত ১০টার ৫০ মি‌নিট থে‌কে ১১টার ম‌ধ্যে স্টাফ কোয়র্টা‌র সংলগ্ন নাসা‌র্রির সাম‌নে এই ঘটনা ঘ‌টে।

থানম‌ন্ডি ধানার ওসি পর‌ভেজ ইসলাম ব‌লেন, রা‌তে ছিনতাইকারীর ছু‌রিকাঘাতে আদনান মারা যায়। নিহ‌তের মর‌দেহ আনোয়ার খান মর্ডান মেডিকেল কলেজে রাখা হ‌য়ে‌ছে। সেখান থে‌কে ময়নাতদ‌ন্তের জন‌্য ঢাকা মে‌ডি‌কেল ক‌লেজ ম‌র্গে পাঠা‌নো হ‌বে। ঘটনায় জ‌ড়িত ছিনতাইকারী‌দের গ্রেপ্তা‌রে অভিযান চল‌ছে।

পুলিশ জানায়, নিহত আদনান আইডিয়াল কলেজের দ্বাদশ শ্রেণী‌র শিক্ষার্থী।

Tags: