muktijoddhar kantho logo l o a d i n g

রাজনীতি

বিএনপি ডেঙ্গুর মতোই ভয়ংকর : কাদের

বিএনপি ডেঙ্গুর মতোই ভয়ংকর : কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি ডেঙ্গুর মতোই ভয়ংকর। বিএনপি থেকে সাবধান থাকতে হবে। মানুষের জন্য দুটি শত্রু। এক বিএনপি, দুই ডেঙ্গু।’

আজ শনিবার সকালে রাজধানীর রবীন্দ্র সরোবরে ডেঙ্গু সচেতনতায় আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘অসাম্প্রদায়িক বিএনপির হাতে এদেশ নিরাপদ নয়। এদেশের নির্বাচন নিয়ে আওয়ামী লীগ জনগণের দিকে তাকিয়ে আছে। আর বিদেশিদের দিকে তাকিয়ে থাকতে থাকতে বিএনপির ঘুম হারাম হয়ে গেছে।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ জনগণের দল। আওয়ামী লীগ পালিয়ে যায় না, পালিয়ে যায় বিএনপি। কোনো কাপুরুষ নেতার নেতৃত্বে আন্দোলন কর্মসূচি বাস্তবায়ন হয়নি, হবেও না। বাংলাদেশে রিমোট কন্ট্রোল লিডারশিপের কোনো মূল্য নেই।’

আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদক বলেন, ‘যে দল করোনা কিংবা যেকোনো বিপর্যয়ে মানুষের পাশে ছিল- তার নাম আওয়ামী লীগ। আওয়ামী লীগের জনগণের প্রতি দায়িত্ববোধ রয়েছে। শুধু নিজেদের জন্য নয়, মানুষকে বাঁচানোর রাজনীতি করতে হবে।’

আওয়ামী লীগের মশকবিরোধী অভিযানে যত লোক রয়েছে বিএনপির গণমিছিলে তত লোক হয় না দাবি করে তিনি বলেন, ‘গোলাপবাগে গিয়ে হোঁচট খেয়ে বিএনপির সব দফা আন্দোলন ব্যর্থ। বিএনপির গণমিছিলে যত লোক হয়, তার চেয়ে আওয়ামী লীগের মশানিধন অভিযানে লোক বেশি হয়।’

Tags: