muktijoddhar kantho logo l o a d i n g

রাজনীতি

সরকার পতনের আন্দোলন থেকে দৃষ্টি ফেরাতেই ইউনূস ইস্যু : ফখরুল

সরকার পতনের আন্দোলন থেকে দৃষ্টি ফেরাতেই ইউনূস ইস্যু : ফখরুল

চলমান সরকার পতনের আন্দোলন থেকে দেশ ও আন্তর্জাতিক দৃষ্টি ভিন্ন দিকে নিতে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ইস্যুটিকে সামনে আনা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বুধবার সকালে রাজধানীর দুটি হাসপাতালে ডেঙ্গু রোগীদের রক্তদান কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, ‘ড. ইউনূস ইস্যুটিতে ব্যক্তিগত হিংসার বিষয় রয়েছে। আমি মনে করি, এটাকে দ্রুত বিচারে নিয়ে আসা ডাইভার্সন অব মেইন ইস্যু। আমাদের প্রধান ইস্যু সরকারের পরিবর্তন করতে হবে, সরকারকে পদত্যাগ করতে হবে। এজন্য ড. ইউনূসের বিষয়টি সামনে আনা হয়েছে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘জাতীয় এবং আন্তর্জাতিক এরিয়াতেও উনি-ই প্রধান্য পাচ্ছেন। তাদের (সরকার) লক্ষ্য ছিল ডাইভার্ট করবেন, কিছুটা হলেও পেরেছেন। সেই জন্য বলব, ইউনূস ইস্যু এটা কোনো বিচ্ছিন্ন বিষয় নয়।’

তিনি আরও বলেন, ‘অধিকারের আদিলুর রহমানের আগামীতে রায় হবে। রায় কী হবে জানি না। তবে তারা যেন সত্যি কথা বলতে না পারেন, আন্তর্জাতিক বিশ্বে তারা যাতে কথা বলতে না পারেন, সেই জন্য সাজা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।’

ড. ইউনূসের পক্ষে কথা বলার জন্য একজন ডেপুটি অ্যাটর্নি জেনারেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ‘এ রকম একটা রাষ্ট্র যে রাষ্ট্রে সত্য কথা বলার উপায় নেই, মানুষের কথা বলার উপায় নেই, যে রাষ্ট্রে মানুষের ন্যায়বিচার পাওয়ার কোনো উপায় নেই। এই রাষ্ট্র ভঙ্গুর হয়ে পড়ছে।’

এই সরকারের হাত থেকে যদি দেশকে রক্ষা করতে না পারি, দেশকে রক্ষা করা কঠিন হয়ে পড়বে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। এ সময় বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

Tags: