muktijoddhar kantho logo l o a d i n g

খেলার খবর

আসল কাজ শুরু হবে বিশ্বকাপের পর, জানালেন হাথুরুসিংহে

আসল কাজ শুরু হবে বিশ্বকাপের পর, জানালেন হাথুরুসিংহে

চলতি বছরের মার্চে নতুন করে বাংলাদেশ দলের প্রধান কোচ হয়ে এসেছিলেন চন্ডিকা হাথুরুসিংহে। শুরুর কয়েক সিরিজ সাফল্য পেলেও ধীরে ধীরে ব্যর্থতাও দেখতে শুরু করেন তিনি। সবশেষ চলমান বিশ্বকাপেও তার আন্ডারে ভরাডুবি দেখছে দেশের ভক্ত-সমর্থকরা। ক্রমাগত এই ব্যর্থতার কারণে কোচের উপর ক্ষোভ জমেছে দেশের ক্রিকেট ভক্তদের।

আর এমন এক এমন বাজে টুর্নামেন্ট চলাকালীন সময়ে হাথুরু জানালেন আসল কাজ হবে তার বিশ্বকাপ শেষে। এর আগে কিছুই করার ছিল না বলেও জানিয়েছেন এই কোচ।।

আগামীকাল (সোমবার) শ্রীংলঙ্কার বিপক্ষে দিল্লিতে মাঠে নামবে বাংলাদেশ দল। তার আগে আজ দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে এসেছিলেন হাথুরুসিংহে। এ সময় বিশ্বকাপ ব্যর্থতার প্রশ্নে টাইগারদের প্রধান এই কোচ বলেন, 'আমার আসল কাজ শুরু হবে বিশ্বকাপের পরে। আগের সাত মাসে কিছুই করার ছিল না।'

Tags: