muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জের খবর

কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে বিনা টিকিটে ভ্রমণ করার জন্য ১৪ জনকে ২৭০০ টাকা জরিমানা করেন মোবাইল কোর্ট

মোঃ আশরাফ আলী, স্টাফ রিপোর্টারঃ
রেলওয়ে আইন অমান্যকরে ট্রেনে ছড়ার সময় মোবাইল কোর্ট করে ২ হাজার ৭ শত টাকা জরিমানা করেন কিশোরগঞ্জ নির্বাহী ম্যাজিস্ট্রেট এ টি এম ফরহাদ চৌধুরী ও মোঃ আবু তাহের সাঈদ, রেলওয়ে আইন ১৮৯০ সনে ১১২ ধারায় তাদেরকে জরিমানা করা হয়।
১। আপেল মাহমুদ, পিতা-আবুল কালাম, কটিয়াদীকে ৩০০ টাকা,

২। জুনায়েদ তনয়, পিতা- শামছুজ্জামান, কিশোরগঞ্জকে ২০০ টাকা।

৩। কোকিল ভূঞা, পিতা-তনু ভুঞা, ভৈরবকে ২০০ টাকা,

৪। মাজহারুল ইসলাম, পিতা-তাজুল ইসলাম, করিমগঞ্জকে ১০০ টাকা।

৫। বাবলু মিয়া, পিতা- মনতু মিয়া, নিকলীকে ১৪০ টাকা।

৬। মেহেদী হাসান, পিতা- তাজুল ইসলাম কিশোরগঞ্জকে ৩০০ টাকা।

৭। ফারুক মিয়া, পিতা- আবদুল কুদ্দুছ, করিমগঞ্জকে ১৫০ টাকা।

৮। আম্বিয়া খাতুন, স্বামী-মঞ্জু মিয়া, কিশোরগঞ্জকে ১০০ টাকা।

৯। আসাদ, পিতা-শাহজাহান, করিমগঞ্জকে ১০০ টাকা।

১০। মস্তুফা, পিতা-মতি চাঁন, মানিকখালীকে ১০০ টাকা।

১১। পলাশ, পিতা-রফিকুল ইসলাম, সাতক্ষীরাকে ৩০০ টাকা।

১২। ইসমাইল, পিতা- আবদুল মিয়া, পাকুন্দিয়াকে ১০০ টাকা। ১

১৩। ইমরান, পিতা-হাসিম উদ্দিন, করিমগঞ্জকে ২০০ টাকা

১৪। স্মৃতি, পিতা-নুরুল ইসলাম, কুলিয়ারচরকে ৩০০ টাকা জরিমানা করা হয়।

 

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/২৬-০৬-২০১৬ইং/ হাছিবুর রহমান

Tags: