মোঃ আশরাফ আলী, স্টাফ রিপোর্টারঃ
রেলওয়ে আইন অমান্যকরে ট্রেনে ছড়ার সময় মোবাইল কোর্ট করে ২ হাজার ৭ শত টাকা জরিমানা করেন কিশোরগঞ্জ নির্বাহী ম্যাজিস্ট্রেট এ টি এম ফরহাদ চৌধুরী ও মোঃ আবু তাহের সাঈদ, রেলওয়ে আইন ১৮৯০ সনে ১১২ ধারায় তাদেরকে জরিমানা করা হয়।
১। আপেল মাহমুদ, পিতা-আবুল কালাম, কটিয়াদীকে ৩০০ টাকা,
২। জুনায়েদ তনয়, পিতা- শামছুজ্জামান, কিশোরগঞ্জকে ২০০ টাকা।
৩। কোকিল ভূঞা, পিতা-তনু ভুঞা, ভৈরবকে ২০০ টাকা,
৪। মাজহারুল ইসলাম, পিতা-তাজুল ইসলাম, করিমগঞ্জকে ১০০ টাকা।
৫। বাবলু মিয়া, পিতা- মনতু মিয়া, নিকলীকে ১৪০ টাকা।
৬। মেহেদী হাসান, পিতা- তাজুল ইসলাম কিশোরগঞ্জকে ৩০০ টাকা।
৭। ফারুক মিয়া, পিতা- আবদুল কুদ্দুছ, করিমগঞ্জকে ১৫০ টাকা।
৮। আম্বিয়া খাতুন, স্বামী-মঞ্জু মিয়া, কিশোরগঞ্জকে ১০০ টাকা।
৯। আসাদ, পিতা-শাহজাহান, করিমগঞ্জকে ১০০ টাকা।
১০। মস্তুফা, পিতা-মতি চাঁন, মানিকখালীকে ১০০ টাকা।
১১। পলাশ, পিতা-রফিকুল ইসলাম, সাতক্ষীরাকে ৩০০ টাকা।
১২। ইসমাইল, পিতা- আবদুল মিয়া, পাকুন্দিয়াকে ১০০ টাকা। ১
১৩। ইমরান, পিতা-হাসিম উদ্দিন, করিমগঞ্জকে ২০০ টাকা
১৪। স্মৃতি, পিতা-নুরুল ইসলাম, কুলিয়ারচরকে ৩০০ টাকা জরিমানা করা হয়।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/২৬-০৬-২০১৬ইং/ হাছিবুর রহমান