muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জের খবর

কিশোরগঞ্জের ৬টি আসনে প্রার্থী ৩৯ জন

কিশোরগঞ্জের ৬টি আসনে প্রার্থী ৩৯ জন

কিশোরগঞ্জের ৬‌টি আসনের মধ্যে চারটিতে আওয়ামী লীগসহ পাঁচজন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। তা‌দের ম‌ধ্যে একজন আওয়ামী লীগ, ৩ জন জা‌কের পা‌র্টি ও একজন স্বতন্ত্র প্রার্থী র‌য়ে‌ছেন।

কিশোরগঞ্জ-১ (‌কি‌শোরগঞ্জ-‌হো‌সেনপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেটের সৈয়দ আশফাফুল ইসলাম টিটু ও জাকের পার্টির প্রার্থী মো. নাছির উদ্দিন, কিশোরগঞ্জ-৩ (ক‌রিমগঞ্জ-তাড়াইল) আসনে আওয়ামী লীগের প্রার্থী আলহাজ নাসিরুল ইসলাম খান আওলাদ, কিশোরগঞ্জ -৫ (নিকলী-বা‌জিতপুর)আসনে জাকের পার্টির প্রার্থী ‌মো. নাজমুল হক এবং কিশোরগঞ্জ-৬ (‌ভৈরব-কু‌লিয়ারচর) আস‌নে জা‌কের পা‌র্টি ম‌নোনীত প্রার্থী মো. আ. হা‌কিম রিটা‌র্নিং কর্মকর্তার কা‌ছে লি‌খিতভা‌বে তা‌দের প্রার্থিতা প্রত‌্যাহার ক‌রে নেন।

জেলা নির্বাচন কর্মকর্তা আশ্রাফুল আলম বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন। তি‌নি জানান, প্রত‌্যাহা‌রের পর ৬‌টি নির্বাচনী এলাকায় ৩৯ জন প্রার্থী র‌য়ে‌ছেন।

এর ম‌ধ্যে কি‌শোরগঞ্জ-১ আস‌নে ৮ জন, কিশোরগঞ্জ-২ আসনে ৭ জন, কিশোরগঞ্জ-৩ আসনে ৭ জন, কিশোরগঞ্জ- ৪ আসনে ৬ জন, কিশোরগঞ্জ-৫ আসনে ৫ জন এবং কিশোরগঞ্জ-৬ আস‌নে ৬ জন প্রার্থী নির্বাচ‌নে প্রতিদ্ব‌ন্দ্বিতা কর‌বেন।

Tags: