muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

মারা গেলো খতনা করাতে এসে লাইফ সাপোর্টে থাকা আয়ান

মারা গেলো খতনা করাতে এসে লাইফ সাপোর্টে থাকা আয়ান

রাজধানীর সাতারকুল বাড্ডার ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে খতনা করাতে গিয়ে লাইফ সাপোর্টে থাকা আয়ান মারা গেছে। টানা ৭ দিন লাইফ সাপোর্টে ছিল আয়ান।

সোমবার (৮ জানুয়ারি) রাত সাড়ে ১২টায় আয়ানের বাবা শামীম আহমেদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

শামীম আহমেদ জানান, এখনো কোনো কিছু ঠিকভাবে জানায়নি হাসপাতাল থেকে। শুধু জানিয়েছে সে মারা গেছে।

এর আগে ৫ জানুয়ারি শামীম আহমেদ জানিয়ে ছিলেন, আয়ান তাদের পরিবারের বড় ছেলে। তার ৬ মাসের ছোট একটা বোন আছে। আয়ানের মা কান্নাকাটি করতে করতে নিজেও অসুস্থ প্রায়।

তিনি বলেন, ‘ইউনাইটেডের এক ঘটনায় পুরো পরিবারে অন্ধকার নেমে এসেছে।’

Tags: