muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জের খবর

কিশোরগঞ্জে বোম তৈরির সময় বিস্ফোরণে আহত ৩

মোঃ আশরাফ আলী, স্টাফ রিপোর্টার:

রবিবার সকাল আনুমানিক সাড়ে ১০টায় কিশোরগঞ্জ জেলা সদরের গাইটাল-রাকুয়াইল এলাকায় হাতে তৈরি ভারি পটকা বানাতে গিয়ে তা বিষ্ফোরিত হলে ৩ শিশু-কিশোর আহত হয়।

এদের মধ্যে তারিফ (১১) এর অবস্থা আশঙ্কাজনক। ঘটনাস্থলে গিয়ে জানা যায় তারিফ ঈদকে সামনে রেখে পটকা বানিয়ে আনন্দে ছোট ছোট পটকা ফাটাতে শুরু করার এক পর্যায়ে কৌতুহলবশতঃ সে আরো বড় পটকা বানাতে গেলে ছাতার পাইপের ভিতর দেয়াশলাইয়ের বেশ কিছু বারুদ সমেত কাঠি ও পটকার বারুদ নিয়ে একটি বড় আকারে পটকা বানাতে গিয়ে বারুদ ভিতরে প্রবেশ করানোর পর তা হাতুড়ি দিয়ে জোড়ে আঘাত করলে সে আঘাতে বিস্ফোরিত হয়ে উক্ত তারিফের পাসহ শরীরের বিভিন্ন স্থান গুরুতর আঘাতপ্রাপ্ত হয়।

এসময় মুন্না (৮), কাওসার (৯) আহত হয়। পরে অবস্থা দেখে স্থানীয়রা দ্রুত তাদের কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। এরপর কর্তব্যরত চিকিৎসক ডাঃ আব্দুল্লাহ আল মামুন শাহীন মুন্না ও কাওসারকে প্রাথমিক চিকিৎসা দেয় এবং তারিফকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মোশারফ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেন ও শিশুদের হাতে বারুদ বিক্রেতাদের তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।

 

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/০৪-০৬-২০১৬ইং/ অর্থ

Tags: