মো:আশরাফ আলী, স্টাফ রিপোর্টারঃ
গতকাল ১৩ জুলাই কিশোরগঞ্জ শ্রী শ্রী কালিবাড়ি মন্দিরের মিলনায়তনে বাংলাদেশ হিন্দু বৌদ্ব্য খ্রিষ্টান ঐক্য পরিষদ কিশোরগঞ্জ শাখায় এক শোকসভায় শোলাকিয়া সন্ত্রাসী হামলায় নিহত স্বগীয় ঝর্ণা রানী ভৌমিক,কনস্টেবল জহিরুল ইসলাম ও আনসারুল্লাহ”র আত্মার প্রতি শ্রদ্বা জ্ঞপন করে ১মিনিট নিরবতা পালন করে অনুষ্টান শুরু হয়।
কিশোরগঞ্জ শোলাকিয়া হামলায় প্রমান করে তারা কোন শান্তি বা ভালপথের পথিক নয় তারা কোন মহলের উদ্দেশ্য প্রনিত হয়ে কাজ করছে। তারা ইমাম , সেবায়েত, ভিক্ষো, মুক্তমনা, ব্লগার,বিদেশি,এমন কি সাধারন জনতাও নিরাপদ না। তাই সকলকে একসাথে তার মোকাবেলা করতে হবে । কেন না নিহত স্বগীয় ঝর্ণা রানী ভৌমিক তার জ্বালাময়ী প্রমান, আমরা ঘরেও নিরাপদ নই । আপনার শিশুকে যেবাভে লক্ষ রাখেন বড় হওয়ার পর অর্থাত ইউনিবার্সিটিতেও তার খেয়াল রাখতে হবে অন্যতায় আমার আপনার ছেলে তাদের হাতিয়ার হয়ে কাজ করবে । তাই আর সময় নষ্ট না করে এখনেই সবজাগ তাকেন আর নিকোজ বা অগ্যাত ব্যাক্তির তথ্য পুলিশ কে জানান। পরিশেষে বলাহয় ধর্ম যার যার রাষ্ট্র সবার ।
এসময় উপস্তিত ছিলেন জেলা প্রশাসক মো: আজিমদ্দিন বিশ্বাস ,পুলিশ সুপার মো: আনোয়ার হোসেন খান,জেলা আওয়ামীলীগ সভাপতি এড.কামরুল আহসান শাহজাহান. যুগ্ন-সাধারন সম্পাদক এড.সৈয়দ আশফাকুল ইসলাম টিটু, মুক্তিযোদ্ব্যা কমান্ডার মো আসাদুল্লাহ,ডেপুটি কমান্ডার বাছির উদ্দিন ফারুকি,হিন্দু কল্যান ট্রস্ট এর ট্রাস্ট্রি রিপন রায় লিপু,অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব হাসান ,কিশোরগঞ্জ মডেল থানার ওসি মীর মোশাররফ হেসেন” স্তানিয় ধর্মিয়নেতাগন উপস্তিত ছিলেন।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/১৪-০৭-২০১৬ইং/ অর্থ